শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১১ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭০

লন্ডনে গেছেন অর্থমন্ত্রী, ফিরবেন জুলাইয়ের শেষে

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২ জুলাই ২০২০  

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল চিকিৎসা-সংক্রান্ত ফলোআপের জন্য লন্ডনে গেছেন। গতকাল বুধবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে রওনা হন। চিকিৎসা শেষে চলতি মাসের শেষ দিকে তিনি দেশে ফিরবেন।

অর্থমন্ত্রীর লন্ডন যাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘চিকিৎসার জন্যই স্যার লন্ডনে গিয়েছেন। আগে থেকেই তিনি নিয়মিত লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। ফলোআপ চিকিৎসার জন্য তিনি সেখানে গিয়েছেন।’

কবে ফিরবেন জানতে গাজী তৌহিদ বলেন, ‘লন্ডন পৌঁছে তিনি (অর্থমন্ত্রী) প্রথম ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। পরে চিকিৎসা নেবেন। চলতি জুলাই মাসের শেষ দিকে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।’

গত ১১ জুন জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) দুর্যোগের মাঝে দেশের অর্থনীতি চাঙ্গা রাখা ও মানুষের জীবনমানের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শেষে গত ৩০ জুন জাতীয় সংসদে তা সর্বসম্মতভাবে পাস হয়।

এই বিভাগের আরো খবর