বুধবার   ১৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ৩ ১৪৩১   ০৮ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮০

রোবট দিয়ে আসবাব তৈরি করছে হাতিল

প্রকাশিত: ২০ মে ২০১৯  

মানুষ নয়, এবার আসবাব তৈরিতে রোবট ব্যবহার করছে হাতিল। বার্নিশ থেকে শুরু করে কাঠ প্রক্রিয়াজাত ও কাপড়সহ আসবাবের বিভিন্ন উপাদান নানা ডিজাইনে আকৃতি দিচ্ছে এই রোবট। আধুনিক যন্ত্র ব্যবহারে বিশ্বমানের ও টেকসই আসবাব তৈরিতে সময় অনেক কম লাগছে প্রতিষ্ঠানটির।


উৎপাদন প্রক্রিয়াতেও আসছে ভিন্ন মাত্রা। সম্প্রতি ঢাকার অদূরে সাভারের জিরানিতে হাতিলের কারখানা সাংবাদিকদের সরেজমিন দেখানোর জন্য নিয়ে গেলে এ দৃশ্য দেখা যায়। এ সময় হাতিলের চেয়ারম্যান সেলিম এইচ রহমান, ব্যবসায়িক উপদেষ্টা দেওয়ান আতিফ রশিদ, পরিচালক শফিকুর রহমান, বিপণন মহাব্যবস্থাপক ফিরোজ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর