শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৮

রুশ তেলের দাম বেঁধে দিয়ে লাভ হবে না: বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২  

শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭ রাশিয়ার রাজস্ব কমাতে গত মাসে (২ সেপ্টেম্বর) রাশিয়ার তেলের দাম বেঁধে দেয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সম্প্রতি বিশ্বব্যাংক তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার তেলের দাম বেঁধে দিয়ে কোনো লাভ হবে না।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই চলছে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার ঝড়। পশ্চিমাদের উদ্দেশ্য ছিল রাশিয়াকে একঘরে করে অর্থনৈতিকভাবে দেশটিকে চাপে ফেলা। কিন্তু দিনকে দিন অবস্থা ঘোলাটে হচ্ছে। ইউরোপে ব্যবসায় মন্দা দেখা দিলেও ইউরোপের বাইরে রাশিয়ার ব্যবসা ফুলেফেঁপে উঠেছে। এতে নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পা ফেলেছে পশ্চিমারা।

এ অবস্থায় সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, জি-৭ একা রাশিয়ার সঙ্গে পেরে উঠবে না। এতে রাশিয়ার রাজস্ব কমাতে যতই তেলের দাম বেঁধে দেয়া হোক, আদতে তা রাশিয়ার অর্থনীতিতে বড় কোনো প্রভাব ফেলবে না।
 
বুধবার (২৬ অক্টোবর) জি-৭-এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার তেলের দাম বেঁধে দিলে ইউরোপে সরবরাহ সংকট আরও প্রকট হবে। অন্যদিকে এটি রাশিয়াকে নতুন ব্যবসায়িক অংশীদার খুঁজে পেতে উৎসাহী করবে। জি-৭-এর লক্ষ্য পূরণ হতে আরও উন্নয়নশীল দেশকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
 
গত মাসে জি-৭ভুক্ত দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান রাশিয়ার তেলের দাম বেঁধে দেয়ার সিদ্ধান্ত নেয়। তবে কত দামে তারা রাশিয়ার তেল কিনবে, তা এখন পর্যন্ত ঠিক করা হয়নি।

এদিকে মস্কো সাফ জানিয়ে দিয়েছে, জি-৭-এর সিদ্ধান্ত তারা মেনে নেবে না। তেলের দাম বেঁধে দিলে রাশিয়া আরও কঠোর হবে বলে জানিয়েছে মস্কো।

এই বিভাগের আরো খবর