শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৮

যশোরে ট্রেনে কাটা পড়লেন পুলিশের ইন্সপেক্টর

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯  

যশোরে মোহাম্মদ সেলিম (৫৮) নামে এক পুলিশ ইন্সপেক্টর ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে শহরের মুড়িলী রেলক্রসিংয়ের কাছে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম যশোর পুলিশ লাইনে সশস্ত্র পরিদর্শক (ইন্সপেক্টর) হিসেবে কর্মরত ছিলেন। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার মতিয়ার রহমানের ছেলে।


যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আনছার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে তিনি মারা গেছেন। আত্মহত্যার কোনো কারণ দেখছি না।

যশোর রেলওয়ে পুলিশের (জিআরপি) উপ-পরিদশর্ক তারিকুল ইসলাম জানান, বেলা ১১টা ৫০ মিনিটের দিকে খুলনাগামী ট্রেনে কাটা পড়েন মোহাম্মদ সেলিম। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি যশোর পুলিশ লাইনের রিজার্ভ ফোর্সে ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। এটি আত্মহত্যা না-কি দুর্ঘটনা, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের পাশে দাঁড়িয়েছিলেন ইন্সপেক্টর সেলিম। ট্রেনের বাতাস তাকে টেনে নিয়েছে। ট্রেনে কেটে তার দেহ ক্ষতবিক্ষত হয়েছে।

এই বিভাগের আরো খবর