শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬৫

যমুনাগ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

হুমায়ুন কবির বাপ্পিঃ

প্রকাশিত: ১৩ জুলাই ২০২০  

করোনায় ভাইরাসে  আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন  তিনি। এক শোক বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন , নুরুল ইসলাম বাবুল একজন সফল শিল্প উদ্যোক্তা ছিলেন। তিনি গাজীপুরে অসংখ্য শিল্প প্রতিষ্ঠান নির্মাণের মধ্যে দিয়ে দেশে কর্মসংস্থান সৃষ্টিতে অনন্য অবদান রেখেছেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, বড় অসময় চলে গেলেন তিনি। করোনার সংকট কাটিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তার মতো উদ্যোক্তার খুবই দরকার ছিল। এ সময়ে তার চলে যাওয়া দেশের জন্য অপূরণীয় ক্ষতি। প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর  পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সোমবার (১৩ জুলাই) রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই বিভাগের আরো খবর