শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৫৪

মাহমুদউল্লাহর সেঞ্চুরি, সিলেটের কাছে ঢাকা মেট্রোর হার

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৯  

 
  
ভারত সফরের আগে মাহমুদউল্লাহ প্রস্তুতি সারলেন সেঞ্চুরিতেনিজের দল ঢাকা মেট্রো হেরে গেলেও দারুণ এক সেঞ্চুরিতে ভারত সফরের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন মাহমুদউল্লাহ। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে মেট্রোর বিপক্ষে ৮ উইকেটে জিতেছে সিলেট। দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে ড্র করেছে চট্টগ্রাম ও বরিশাল।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শেষ দিন খেলতে নামার আগে সেঞ্চুরি থেকে ৫ রান দূরে ছিলেন মাহমুদউল্লাহ। আরও ২০ বল খেলে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। ২১৪ বলে ৬ চার ও ১ ছয়ে সেঞ্চুরি করেন এই অলরাউন্ডার। দিনের দ্বিতীয় উইকেট হিসেবে তিনি মাঠ ছাড়েন ১১১ রান করে, ২৪৩ বলের ইনিংস থামে আবু জায়েদ রাহীর বলে বোল্ড হয়ে।

এর আগে শহীদুল ইসলাম ৪২ রানে রাহীর শিকার হন। মেট্রোর বাকি দুই ব্যাটসম্যানও ফিরেছেন সিলেটের এই পেসারের বলে। ৬ উইকেটে ২২৫ রানে খেলতে নেমে মেট্রো অলআউট হয় ২৭৩ রানে। রাহী সর্বোচ্চ ৪ উইকেট নেন।

২০১ রানের টার্গেটে নেমে সিলেট সহজ জয় পায় ইমতিয়াজ হোসেনের সেঞ্চুরি ও জাকির হাসানের হাফসেঞ্চুরিতে। ২৪ রানে প্রথম উইকেট হারানোর পর ১৬২ রানের জুটি গড়েন দুজন। জাকির ৭২ রানে আউট হন। দুই ইনিংসে হাফসেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন তিনি। ১১০ রানে অপরাজিত ছিলেন ইমতিয়াজ। ৫২.৩ ওভারে ২ উইকেটে ২০৪ রান করে সিলেট।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৫০ রানে নতুন দিন শুরু করে চট্টগ্রাম। পিনাক ঘোষ (৫৪) ও মাহিদুল ইসলাম অঙ্কনের (৪৩) ব্যাটে ৬ উইকেটে ১৯৫ রানে ইনিংস ঘোষণা করে তারা।

বরিশালকে ৩৩৬ রানের টার্গেট দিয়ে দুর্দান্ত বোলিং করে চট্টগ্রাম। মোহাম্মদ আশরাফুল ও শাহরিয়ার নাফীসের ১১৩ রানের দ্বিতীয় উইকেট জুটি ভাঙলে বিপর্যয়ে পড়ে বরিশাল। তবে মোসাদ্দেক হোসেনের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় তারা। তিনি ৩৫ রানে আউট হয়ে শেষ হয় দিনের খেলা। ইনিংস সেরা ৬০ রান করেন আশরাফুল। ৪২ রান আসে নাফীসের ব্যাটে।

চট্টগ্রামের পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট নেন নাঈম হাসান। তার সঙ্গে যৌথভাবে ম্যাচসেরা হয়েছেন সতীর্থ মাহিদুল।

দ্বিতীয় রাউন্ড শেষে এই স্তরের পয়েন্ট টেবিলে শীর্ষেই আছে বরিশাল। ১২ পয়েন্ট তাদের। সিলেট ১১.১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। তিন ও চারে চট্টগ্রাম (৬.৯২) ও মেট্রো (৪.৪৯)।

এই বিভাগের আরো খবর