মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪   চৈত্র ৫ ১৪৩০   ০৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০৫

মালয়েশিয়ায় থাকা অবৈধদের দেশ ফেরার সুযোগ

নাজনীন সুলতানা,মালয়েশিয়া থেকে

প্রকাশিত: ৬ আগস্ট ২০২০  

মালয়েশিয়ায় থাকা অবৈধদের দেশে ফেরার বিশেষ সুযোগ দিয়েছে সরকার।দেশটিতে এখন ও দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বসবাস করছেন তাদের নিজ নিজ দেশে ফিরে যেতে নতুন করে একটি প্যাকেজ ঘোষণা করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

বুধবার (৫ আগষ্ট ) বিকেলে কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরী খায়রুল দাযায়মি দাউদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মহাপরিচালক এসময় বলেন,যারা ১ বছরের কম সময় অবৈধভাবে বসবাস করছেন তাদের ইমিগ্রেশনে ১ হাজার রিঙিত,আর যারা ১ বছরের বেশি সময় ধরে অবৈধভাবে  বসবাস করছেন তাদের ইমিগ্রেশনে ৩ হাজার রিঙিত জরিমানা দিয়ে নিজ নিজ দেশে ফেরত যেতে পারবেন।এক্ষেত্রে উপরোক্ত জরিমানা প্রদান করে শ্পেসাল পাস (এসপি) সংগ্রহ করতে হবে। এসপি নেয়ার সময় অবশ্যই উড়োজাহাজের কনফার্ম টিকেট দেখাতে হবে।তারপর কোভিড -১৯ পরীক্ষার নেগেটিভ সনদ নিয়ে দেশ ছাড়তে হবে।

এই বিভাগের আরো খবর