বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮২

মনোহরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১০ জুন ২০১৯  

কুমিল্লার মনোহরগঞ্জে ‘স্টুডেন্টস্ ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এর উদ্যোগে ২০১৮ ইং সনের মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার বিপুলাসার আহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন।
‘স্টুডেন্টস্ ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এর সভাপতি মোঃ জাকিরুল ইসলাম দুলালের সভাপতিত্বে, নজরুল ইসলাম ও নুরুল আলম হিরণের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নিহাও ফুড কোং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৌমেন্দু বসু টুলু, বিপুলাসার ইউপি চেয়ারম্যান মোঃ সায়েদুর রহমান দুলাল, নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার রুহুল আমিন, চাষিরহাট ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন ভূঁইয়া, বিপুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল হক মজুমদার, সাবেক আহবায়ক মাকসুদুর রহমান, চ্যানেল টুয়েন্টি সিক্সের ব্যবস্থাপনা পরিচালক হারুন-অর-রশিদ, টি.জি এক্সপ্রেস বাংলাদেশ লিমিটেডের পরিচালক মোঃ ফরহাদ হোসেন, ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোঃ মোরশেদ আলম, ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার দেলোয়ার হোসেন স্বপন, মোরশেদ আলম হাউজিং এর চেয়ারম্যান মোরশেদ আলম, জে জেড প্রিন্টিং এন্ড প্যাকেজিং এর স্বত্তাধিকারী সামছুল আলম, আর এম ট্রেডিং ইন্টারন্যাশনাল এর স্বত্তাধিকারী মোফাজ্জল হোসেন মামুন, ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ সিদ্দিকী, সংগঠনের সাবেক সভাপতি মাহফুজুল হক সোহাগ, সাদেক হোসেন, রবিউল হোসেন, নূর মোহাম্মদ সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ১৯৯৯ ইং সনে প্রতিষ্ঠিত হয় ‘স্টুডেন্টস্ ওয়েলফেয়ার ফাউন্ডেশন’। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মেধাবৃত্তি পরীক্ষার ধারা অব্যাহত রেখেছে। ২০১৮ ইং সনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়া ১৮ শ’ ৫০ জন শিক্ষার্থীর মধ্য থেকে ১ শ’ ৮৮ জনকে বৃত্তি প্রদান করে সংগঠনটি। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে ১১ জন ‘সেরা মা’ এবং গুণীজনদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।
 

এই বিভাগের আরো খবর