শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৮৫

ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করলেন ঢাকা জেলা প্রশাসন

আহমেদ সানি,  জবি প্রতিনিধি

প্রকাশিত: ২২ মে ২০২৩  

ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ভূমিসেবা সপ্তাহ-২০২৩-এর উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকার সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়েপ্রধান অতিথি ছিলেন ঢাকা জেলার প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এর আগে ভূমি সেবা সপ্তাহ,২০২৩ উদ্বোধন করেন ঢাকার জেলা প্রশাসক।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ২০৪১ সালে স্মার্ট জাতি গঠনে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারই অংশ হিসেবে ঢাকা জেলার রাজস্ব প্রশাসন স্মার্ট ভূমি সেবা প্রদানে বদ্ধ পরিকর।

স্মার্ট নামজারী, স্মার্ট ভূমি উন্নয়ন কর, রেজিস্টেশন- মিউটেশনের আত্মসংযোগ, স্মার্ট ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি পিডিয়া, স্মার্ট ভূমি নকশাসহ অসংখ্য বিষয়ে জনসাধারণদের সচেতন করতে ২২-২৮ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ ঘোষণা করেছে।

তিনি আরো বলেন, ভূমি সেবা সপ্তাহে সব ভূমি অফিসে ভূমি সেবা ও তথ্য বুথ স্থাপন করা হয়েছে। ডিজিটাল ভূমি সেবা প্রদানে ঢাকা জেলার রাজস্ব প্রশাসন অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে ঢাকা জেলার সব ভূমি অফিসে মাত্র ৯ দিনে নামজারী নিষ্পত্তি করা হয়। শতভাগ অনলাইনে ভূমি উন্নয়ন কর গ্রহণ করা হয়। ২০৪১ সালের সুখী, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে হয়রানিমুক্ত স্মার্ট ভূমি সেবা প্রদান করার প্রত্যয় হবে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদযাপনের মূল লক্ষ্য। 

এই বিভাগের আরো খবর