শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১১ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৪

বোরকা পরায় ছাত্রীদের কলেজে ঢুকতে দিলো না কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯  

বোরকা পরে আসায় বেশ কয়েকজন মুসলিম ছাত্রীদের কলেজে ঢুকতে দেয়া হইনি। শিরোনাম পড়ে হইতো অবাক হচ্ছেন আপনি! কিন্তু বুধবার এমনই এক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের ফিরোজাবাদ শহরের এসআরকে কলেজে।

ভারতের উল্লেখযোগ্য সংবাদমাধ্যম এনডিটিভির বাংলা মাধ্যম ‘এই সময়’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার ফিরোজাবাদ শহরের এসআরকে কলেজে কয়েকজন বোরকা পরিহিত ছাত্রীকে কলেজে প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমটিকে এসআরকে কলেজ জানিয়েছে, বোরকা পরে কলেজে প্রবেশের কোনো বিধান নেই। বোরকা শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো ইউনিফরম নয়। তাই কলেজে তাদের প্রবেশের অনুমতি দেয়া হয়নি।

এসআরকে কলেজের প্রিন্সিপাল প্রভাস্কর রাই জানান, যেকোনো বিদ্যাপীঠে এটাই নিয়ম যে, আইডি কার্ড ও ইউনিফরম পরেই আসতে হয়। আমরাও সেই নিয়ম পালন করেছি। তারা ইউনিফরম পরে আসেনি, তাই তাদের প্রবেশ করতে দেয়নি কলেজ কর্তৃপক্ষ। কলেজের ড্রেস কোডের মধ্যে বোরকা পরে না।

এর আগে ইউনিফরম ছাড়া অনেক শিক্ষার্থীকে কলেজে প্রবেশ করতে ও ক্লাস করতে দেখা গেছে এমন কথা জানালে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, হ্যাঁ আগের কর্তৃপক্ষ এ নিয়মে শিথিলতা দেখিয়েছিল। তাই সেই সময় ইউনিফরমবিহীন শিক্ষার্থীদের দেখেছেন আপনারা। তবে ১১ সেপ্টেম্বরের পর থেকে কলেজের সব শিক্ষার্থীকে আইডি কার্ড ও ইউনিফরম পরে আসা বাধ্যতামূলক করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

এ বিষয়ে ভুক্তভোগী এক ছাত্রী বলেন, বুধবার বোরকা পরে এসেছিলাম বলে কলেজ চত্বরেই ঢুকতে দেয়নি গার্ডরা। কিন্তু এ ঘটনা আমার বেলায়ই ঘটল। আগে কখনও দেখিনি।

এ বিষয়ে ফিরোজাবাদ জেলা ম্যাজিস্ট্রেট বলেন, কলেজের ভেতরে ছাত্রীদের বোরকা পরতে না দেয়ার বিষয়টি পুরোটাই তাদের নিজস্ব ব্যাপার। ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন বিষয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। ইউনিফরমের ব্যাপারে সম্প্রতি ওই বিদ্যাপীঠটি বেশ কড়া আইন করেছে বলে জানি।

এই বিভাগের আরো খবর