শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬২

বুড়িচংয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯  

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন খাড়াতাইয়া গাজীপুর গ্রামে ট্রাকের হেলপার মো: রাসেল (২৮) নামে যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। ১৫ এপ্রিল সোমবার জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন খাড়াতাইয়া গাজীপুর করবস্থানের পশ্চিম পাশের্ব প্রবাসী মোসলেম মিয়া বাড়িতে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাসেল ৭ বছর পূর্বে হরিপুর গ্রামে ফুফাতো বোনকে বিয়ে করেন।তাদের কোলজুড়ে ১টি কন্যা শিশু আসে। ৫ ভাই ২ বোনের মধ্যে তিনি নিহত রাসেল ১ জন।তিনি দিনমজুর শরফত আলীর ছেলে। বাবার বসত ভিটায় জায়গা সংকটের কারণে একই এলাকার গাজীপুর মোসলেম মিয়ার বাড়িতে টিন সেট ঘরের ১ টি রুম নিয়ে ভাড়া থাকতেন। পহেলা বৈশাখের প্রথম দিন স্ত্রী ও কন্যা শিশুকে তার শশুর বাড়িতে দিয়ে আসেন। বউয়ের সাথে কোনো ঝগড়া না থাকিলেও তার মা-বাবার সাথে টাকা ও সম্পত্তি নিয়ে সমস্যা আছে বলে জানা যায়। রবিবার রাত ১০ টায় রাসেল তার মা’কে মোবাইলে কল দিয়ে পাওনা পাঁচ হাজার টাকা পরিশোধ করার জন্য তাগিদ দেন। পাওনা টাকা না দিলে তার দেহের রক্ত কুকুরে খাবে বলে । মায়ের হাতে টাকা না থাকাতে ততনগদ ছেলেকে পাওনা টাকা দিতে পারেনি । তবে রাত ১১ টায় ছেলেকে শান্তনা দেওয়ার জন্য তার বাসায় ধারে এসে ডাকাডাকি করিলে দরজা খুলে নাই। দরজার ফাঁক দিয়ে তার মা দেখে সে কানে মোবাইলের হেডফোন দিয়ে গান শুনছে। পরেরদিন সকালে তার বোন কুলসুম তার বাসায় এসে দেখে সে নাই । তারপর তার স্ত্রী বাবার বাড়ি থেকে তার জন্য রান্নাবান্না করে এসে দেখে স্বামী রাসেল গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। একটি গামছা ও ওড়না জোড়া দিয়ে ঘরের তীরের সাথে ঝুলিয়ে আছে । পায়ের নিচে একটি বস্তাও ছিল। মা’কে জানালে ১১ টায় এসে পুত্রের ঝুলন্ত লাশ দেখতে পায়। স্থানীয় মেম্বার সেলিম সংবাদকমর্ীকে নিউজ না করার জন্য অনুরোধ করেন। কারণ সে গরীব। পরে স্থানীয় পুলিশকে খবর দিলে এসআই হাসনাত লাশের পাশে এসে একটি সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসে। বুড়িচং থানার ওসি আনোরুল হক জানান, আমরা খবর শুনেছি পুলিশের ফোর্স পাঠিয়ে লাশ থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এই বিভাগের আরো খবর