বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৬

বিএনপি অফিস গুজবের ফ্যাক্টরি: কাদের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই ২০১৯  

দেশে চলা গুজবের পেছনে বিএনপির হাত আছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি অফিস গুজবের বিরাট ফ্যাক্টরি। সেখানে থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গুজব, অপপ্রচার চালানো হচ্ছে। আমরা জানি কোথায় থেকে কী হচ্ছে? কারা কোথায় কোথায় বসে মিটিং করছেন।

শনিবার (২৭ জুলাই) ধানমন্ডির ৩২ নম্বরে স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেলুন ও পায়রা উড়িয়ে সংগঠনের রজতজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সত্য কথা বললেও দেশের মানুষ এখন বিশ্বাস করে না।কারণ তাদের অবস্থা হয়েছে, গল্পের রাখাল বালকের মতো। গল্পের রাখাল বালক যেমন মিথ্যা কথা বলে অপপ্রচার করত, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা রাখাল বালকের মতোই অপপ্রচার করছেন।

তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের যতটা না অবনতি, তার চেয়ে বেশি অপপ্রচার। তার স্বাস্থ্যের অবনতির কথা ডাক্তাররা বলেন না, অথচ তারা বলেন।

সাম্প্রদায়িক শক্তি নানামুখী চক্রান্ত দেশের ভেতরে ও বাইরে করা হচ্ছে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, দেশে এখন গুজব চালানো হচ্ছে। দেশের কিছু মানুষ বিদেশে দেশের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন। দেশে চলা এসব গুজবের পেছনে বিদেশে বসে কথা বলার মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কি না, সেটা খতিয়ে দেখা হবে।

স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আমাদের চলার পথ এখনো চ্যালেঞ্জে ভরা। শেখ হাসিনার উন্নয়ন আমাদের হিউজ অপরচুনিটি খুলে দিয়েছে। এসব অপরচুনিটির সঙ্গে যুক্ত হয়েছে হিউজ চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ গ্রহণ করে অপরচুনিটিগুলো কাজে লাগাতে হবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, ২৫ বছর আগে গতানুগতিক ধারাবাহিক রাজনীতির বিপরীতে, আওয়ামী লীগের ভেতরে যখন অশুভ শক্তি মাথা চাড়া দিয়েছিল, তখন স্বেচ্ছাসেবক লীগ আত্মপ্রকাশ করে। আজ দেশে গুজব চলছে, গুজবের বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে। আজ ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে, এর বিরুদ্ধে আপনাদের প্রতিরোধ করতে হবে। আমাদের কথা হলো কথা কম কাজ বেশি, কাজের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের মানুষের পাশে আছি।

এ সময় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথসহ কেন্দ্রীয়, মহানগর ও জেলা কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর