শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৬

বায়ুদূষণ: ২১ যানবাহন ও ১৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩  

বায়ুদূষণবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাজধানী ঢাকায় ২১টি যানবাহন ও ১৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
ঢাকায় ভ্রাম্যমাণ আদালতের বায়ুদূষণবিরোধী অভিযান।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ধানমন্ডি, মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, শ্যামপুর ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এসব যানবাহনের কাছ থেকে ৩৪ হাজার ৩০০ টাকা আদায় করা হয়।

পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের ঢাকা মহানগর কার্যালয় ও জেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করে।
অভিযানে নির্মাণসামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ঢাকা মহানগরের মোহাম্মদপুর এলাকায় ২টি প্রতিষ্ঠান থেকে ৭ হাজার টাকা, যাত্রাবাড়ী এলাকায় ৩টি প্রতিষ্ঠান থেকে ৪০ হাজার টাকা এবং শ্যামপুর এলাকায় ১০টি প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ ছাড়া কালো ধোঁয়ার মাধ্যমে বায়ুদূষণের দায়ে ধানমন্ডি এলাকায় ৯টি যানবাহন থেকে ১৪ হাজার ৮০০ টাকা এবং শেরেবাংলা নগর এলাকায় ১২টি যানবাহন থেকে ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার আশপাশে বায়ুদূষণবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর