শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯০

বাবার ইমামতিতে নুসরাতের জানাজা

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯  

টানা ১০৮ ঘণ্টা আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ফেনীর অগ্নিদগ্ধ নুসরাত জাহান রাফি। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে নুসরাতের মরদেহ তার গ্রামে পৌছালে সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। নুসরাতকে বহনকারী অ্যাম্বুলেন্সটি সোনাগাজীর উত্তর চর চান্দিয়ায় পৌঁছানোর আগেই হাজার হাজার মানুষ জড়ো হন।

বিকাল ৫টা ৫৩ মিনিটে চর চান্দিয়া সাবের পাইলট স্কুল মাঠে নুসরাতের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন নুসরাতের বাবা মাওলানা একেএম মুসা। প্রিয়কন্যার এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাহত বাবা নিজেই পড়িয়েছেন মেয়ের জানাজার নামাজ।

জানাজায় স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিফটন, সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুল আনম, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, জাতীয় পার্টির জেলা সাধারণে সম্পাদক নজরুল ইসলাম খন্দরকার ও পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন।

এই বিভাগের আরো খবর