মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪   চৈত্র ৫ ১৪৩০   ০৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৭৭

বাবাকে উৎসর্গ করে আব্দুল হাই রাহাতের দেহতত্ত্ব গান

আবু নাঈম নোমানঃ

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯  

গানেই যার জীবন গানের মাঝেই যে কবি বেঁচে থাকতে চায় তার ভক্তদের মাঝে তিনিই  হলেন এ  প্রজন্মের গীতিকবি মো.আবদুল হাই রাহাত। তিনি দীর্ঘ ২১ বছর ধরে যত্র তত্র লেখেছেন। বিভিন্ন ব্লগে তার অসংখ্য কবিতা ও প্রকাশ হয়েছে।

সাংবাদিক, কবি, গীতিকার ও সুরকার মো.আবদুল হাই রাহাত পটুয়াখালী জেলার গলাচিপার কৃতি সন্তান। তার লেখা প্রায় শতাধীক গান রয়েছে। মো.আবদুল হাই রাহাত’র লেখা প্রথম গান “রঙ্গমেলায় অল্পক্ষণ”লোকজ ফোক ধারার এ গানটি শিল্পী রাজিব বাউল এর দরদী কন্ঠে বাংলাদেশের স্বনামধন্য মিউজিক কোম্পানি জি সিরিজ (অগ্নিবীণা প্রকাশনা) এর ব্যানারে প্রকাশের মধ্য দিয়ে তার সংগীত জীবনের পদচারন। গানটিতে দেহতত্ত্বের কথা ফুঁটে উঠেছে। রঙ্গমেলায় অল্পক্ষণ  শ্রতামহলে বেশ সাড়া ফেলেছে ইতিমধ্যে। তার আরো বেশ কয়েকটি গানের এ্যালবাম প্রচারের অপেক্ষায়। খুব শীগ্রই মো.আবদুল হাই রাহাত’র লেখা ও সুর ভাবনায় ২য় এ্যালবাম “কাদমাটির দেহ” প্রকাশ হতে যাচ্ছে । এছাড়াও আধুনিক ও ফোক ঘরোনার কয়েকটি গান নিয়ে কাজ চলছে। গানটি গীতিকবির প্রয়াত বাবা মো. আলাউদ্দিন গাজী ও ভক্তদের মাঝে তিনি তার কথা সুর সংগীত উৎসর্গ করেছেন। সকল দর্শকের প্রতি তার অসীম শ্রদ্ধা আর ভালোবাসা রইলো। গীতিকার মো.আবদুল হাই রাহাত বিডিআই৭১ডট কম এবং অনির্বাণ নিউজ ডট কম এর প্রতিষ্টাতা সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বাংলাদেশ তথ্য ও প্রযুক্তি বিভাগ আইসিটি ডিভিশনের ফিচার রাইটার ও সিটিজেন জার্নালিস্ট হিসেবে কাজ করছেন।

উল্লেখ্য, তিনি পটুয়াখালীর চর কাজল মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি ও গলাচিপা ডিগ্রী কলেজ  থেকে এইচ.এস.সি ও বি.এ পাশ করেন। চিকিৎসা শাস্ত্রের উপর এইম বাংলাদেশ মেডিকেল ইন্তটিটিউ ( বিটিইবি) থেকে সার্টিফিকেট ইন প্যারামেডিকেল করেছেন । প্রযুক্তির উপরে তিনি  বাংলাদেশ সরকারের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ( আই সি টি ) ডিভিশন থেকে ষ্টেট মিনিস্টার জনাব যুনাইদ আহম্মেদ পলক, এম.পি মহোদয়ের হাত থেকে ইনফো লিডার অন রিপোর্ট, ফিচার রাইটার, ই- কমার্স আউসোরসিং প্রশিক্ষণের সনদ গ্রহন করেন ২০১৬ ।   কম্পিউটার নিয়ে সার্টিফিকেট ইন  কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশান করেছেন। নিজের ইচ্ছে শক্তিতে তিনি গ্রাফিস্ক ডিজাইন , ওয়েব ডেভলোপ নিয়ে নিজের মনের খোরাক জোগাতে প্রশিক্ষণরত। 

এই বিভাগের আরো খবর