শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৬

বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবীতে মানবন্ধন

তরুণ কন্ঠ ডেস্ক

প্রকাশিত: ১ জুলাই ২০১৯  

জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবীতে মানবন্ধন করেছে সাংস্কৃতিক সংগঠন বাউল তরী। গত বুধবার জাতীয় প্রেস ক্লাব, ঢাকার সম্মুখে সংস্কৃতি খাতে বাজেট বৃদ্ধির দাবীতে সাংস্কৃতিক সংগঠন বাউল তরী এবং অন্যান্য সংগঠন নিয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট নাট্যকার, সাহিত্যিক ও গীতিকার এবং বাউল তরীর অন্যতম উপদেষ্টা জনাব আহমেদ ফখরুদ্দিন। বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের বর্ষীয়ান গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী জনাব আব্দুল হাফিজ, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সোবাহান, বাউল তরীর আইন বিষয়ক সম্পাদক এড. আতাহার হোসেন, সমাজ কল্যান সম্পাদক জনাব কাইয়ুম খান, সংগীত শিল্পী জনাব আলমগীর সরকার, বাউল জাহাঙ্গীর আলম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন লোকজশিল্প-সংস্কৃতি সংগঠন বাউল তরীর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শেখ মফিজুর রহমান। এছাড়া আরো অংশ গ্রহন করেন কুসুমকলি ললিতকলা একাডেমি (উত্তরা), শেখ রাসেল স্মৃতি পাঠাগার (ফিরোজপুর), আব্দুর রহিম  (নেত্রকোনা) স্মৃতি পাঠাগার সহ বেশ কিছু সাংস্কৃতিক সংগঠন। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বর্ষীয়ান বাউল ময়দান আলী, ওহাব আলী, চাঁন মিয়া, নূরজাহান মালা, কুসুম বেগম, মেহেরীন, বাউল কুদ্দুস প্রমূখ। মানববন্ধনে শ্লোগান ছিল “দেশ যখন এগিয়ে যাচ্ছে-শিল্পীরা কেন গরিব রবে”, “১৯৭৩ সালে বঙ্গবন্ধুর নেওয়া শিল্পীদের জন্য প্রকল্পটি বাস্তবায়ন করা হোক”, “শিল্পীদের জন্য আলাদা পরিচয়পত্র প্রদান করতে হবে” প্রমূখ।
 

এই বিভাগের আরো খবর