বুধবার   ১৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ৩ ১৪৩১   ০৮ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯৮

বর্তমান সরকারের সময়ে কেউ না খেয়ে থাকবে না: পরিকল্পনামন্ত্রী

মোঃ জামিউল ইসলাম তুরান, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশিত: ২ জুলাই ২০২০  

বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, বন্যায় আক্রান্ত লোকজনের ভয় পাওয়ার কোন কারণ নেই। বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে।

তিনি বলেন, দেশের এ প্রাকৃতিক দুর্যোগে সরকারের সকল দপ্তর ও সংস্থাসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা আপনাদের পাশে থাকবে। ভয়ের কিছু নেই, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের সময়ে কেউ না খেয়ে থাকবে না।
 
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশের মানুষের জন্য রাজনীতি করেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের উন্নয়ন হয়। সব সংকটে সরকার যেভাবে জনগণের পাশে ছিল সবসময় থাকবে। কাজেই আস্থা হারাবেন না।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের  নোয়াগাঁও গ্রামে শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী মুক্তাদির হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দীন, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন সহ প্রমুখ।

এই বিভাগের আরো খবর