শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৪৬

বর্ণাঢ্য উৎসব আয়োজনে তরুণ কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯  

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে দৈনিক তরুণ কণ্ঠের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১০ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। বুধবার দুপুরে পল্টনে তরুণ কণ্ঠের প্রধান কার্যালয় ও দেশের বিভিন্ন জেলায় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এছাড়াও দিনব্যাপী অনুষ্ঠানে রাজনৈতিক, সাংবাদিক, ব্যবসায়ী ও ছাত্র সংগঠন থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে তরুণ কন্ঠ পরিবার। এসময় দৈনিক তরুণ কণ্ঠের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। 
  
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের বার্তা সম্পাদক সাংবাদিক মোস্তফা কামাল, মাননীয় অর্থমন্ত্রীর একান্ত সচিব ড. ফেরদৌস আলম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, মহাসচিব আব্দুলাহ আল মামুন, লেখক - কলামিস্ট এম এস দোহা, পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম আহমেদ, চট্রগ্রামের রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল,  কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সরওয়ার, ভাইস চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন নুরুন্নবী কামাল, দৈনিক তরুণ কণ্ঠের বার্তা সম্পাদক মোঃ আকতার হোসেন,মাননীয় অর্থমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম, মাননীয় অর্থমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মির্জা বাবুল আক্তার, এসডিডিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির হোসেন, ভয়েস জার্নালিস্ট ৭১ এর তাওহীদুল ইসলাম আদনান, কবি নজরুল সরকারী কলেজ ছাত্রদলের নেতা আহম্মেদ শাকিল সহ দৈনিক তরুণ কণ্ঠের সকল কর্মকর্তা, সাংবাদিক ও  কর্মচারীবৃন্দ।

এতে সভাপতিত্ব করেন প্রধান সম্পাদক - প্রকাশক রফিকুল ইসলাম শান্ত। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক তরুণ কণ্ঠের সম্পাদক মোসাঃ সালমা খাতুন। অনুষ্ঠানের দুই পর্বে প্রধান সম্পাদক - প্রকাশক রফিকুল ইসলাম শান্ত  আমন্ত্রিত অতিথিদের নিয়ে দুটি কেক কাটেন। 

এসময় অতিথিদের বক্তব্যে বক্তারা বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। রাষ্ট্রগঠনে, সমাজ গঠনে ও সমাজকে সঠিক পথে পরিচালনার ক্ষেত্রে এবং দায়িত্বশীলদের ভুল-ত্রুটি তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমাজে সমালোচনা থাকে না, সেই সমাজ গণতান্ত্রিক সমাজ হতে পারে না। যে কোনো গণতান্ত্রিক সমাজের প্রধান বিষয় বিতর্ক এবং সমালোচনা। শেখ হাসিনার সরকার তর্কভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সমালোচনাকে সমাদৃত করার সংস্কৃতি লালন করে।

এই বিভাগের আরো খবর