শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৪

বঙ্গবন্ধু মাগুরা জেলা ফুটবল লীগের উদ্বোধন

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২১  

স্বাধীনতার ৫০ বছর, বঙ্গবন্ধু মাগুরা জেলা ফুটবল লীগের ২২ দলের শুভ উদ্বোধনের আয়োজন করা হয়। শুক্রবার ৮ অক্টোবর দুপুর ৩ টার সময় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে ফুটবল লীগের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি এমপি সহ-সভাপতি, বাফুফে কাজী নাবিল আহমেদ ও ফুটবল খেলার উদ্বোধক মাননীয় সংসদ সদস্য মাগুরা ১ এ্যাডভোকেট আলহাজ্ব সাইফুজ্জামান শিখর, ডিজিএম ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিঃ মোঃ জাহিদুল আলম, চেয়ারম্যান জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ বাবু পঙ্কজ কুমার কুন্ডু, চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ ও সহ-সভাপতি জেলা আওয়ামী লীগ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু নাসির বাবলু, সহ-সভাপতি বাফুফে ও সভাপতি বসুন্ধরা কিংস মোঃ ইমরুল হাসান, সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা মাগুরা আলহাজ্ব মকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল হাসান, মাগুরা সদর থানা ওসি মোঃ মনজুরুল আলম, সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির, যুবলীগ আহবায়ক মোঃ ফজলুর রহমান, ৭ নং ওর্য়াড কাউন্সিলর মোঃ শাকিবুল হাসান তুহিন, সেচ্ছাসেবক লীগ আহবায়ক শেখ সালাউদ্দীন লাভলু, ছাত্র লীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ দাউদ জোয়ার্দার, জেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদ লস্কর। ধন্যবাদান্তে সভাপতি মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) আইন কর্মকর্তা, বাংলাদেশ ফুটবল ফেডারেশন  এ্যাডভোকেট জিল্লুর রহমান লাজুক। ২২ দলের ফুটবল খেলায় অংশ গ্রহণ করছে আছাদুজ্জামান স্পোর্টস একাডেমি, মুসলিম স্পোর্টিং ক্লাব পারলা, শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ক্রীড়া চক্র, মর্নিং সান স্পোর্টিং ক্লাব মাগুরা, যমুনা স্পোর্টিং ক্লাব মাগুরা, স্মৃতি সংসদ ধলহরা মাগুরা, আবাহনী ক্রীড়া চক্র মাগুরা, শহীদ মুক্তিযোদ্ধা রাশেল সেলিম স্মৃতি সংঘ শিবরামপুর। প্রধান অতিথি এমপি কাজী নাবিল আহমেদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল খেলার প্রতি খুবই অনুরাগী ছিলেন, খেলার মাধ্যমে সমাজকে সন্ত্রাস ও মাদকমুক্ত করা সম্ভব। তিনি আরও বলেন মাগুরা ১ আসনের এমপি সাইফুজ্জামান শিখর  খেলাধুলার জন্য নিজ উদ্যোগে এসব দলীয় খেলার মধ্যে ফুটবল, দাবা, ক্রিকেট ও রেফারি ট্রেনিং সহ সমস্ত খেলাধুলার প্রতি সচেতন ও সহযোগিতা করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল খেলায় স্পনসর করছে, বসুন্ধরা কিংস কোম্পানি, ইনস্পেটা ফামাসিউটিক্যালস কোম্পানি, ইম্পেরিয়াল রিয়েল এসেস্ট লিঃ কোম্পানি।
 

এই বিভাগের আরো খবর