শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৪

ফাইনালের আগে বোকা জুনিয়র্সের বাসে হামলা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮  

বাংলাদেশে এক সময় মোহামেডেন-আবাহনীর ম্যাচ দারুণ উত্তেজনা ছড়াতো। সর্বশেষ ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস এবং আবাহনী লিমিটেডের মধ্যে ম্যাচ চলাকালীন সংঘর্ষ হতে দেখা যায়। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা, ম্যানইউ-ম্যানসিটি ম্যাচগুলোতে মারামারি না হলেও ছড়ায় উত্তাপ। আর্জেন্টিনায় তেমন আগুনে ম্যাচ হয় বোকা জুনিয়র্স এবং রিভার প্লেটের মধ্যে। প্রায় প্রতিবারই এই দু'দল মুখোমুখি হলে ঘটে কোন না কোন ঘটনা। এবার যেমন শুরুর আগেই পণ্ড হয়ে গেলো ফাইনাল ম্যাচ।

শনিবার কোপা লিবার্তোদোসের ফাইনাল ম্যাচের দ্বিতীয় লেগের খেলা হওয়ার কথা ছিল। তার আগেই রিভার প্লেটের সমর্থকরা বোকা জুনিয়রসের খেলোয়াড়দের বহরে হামলা চালায়। এতে কয়েকজন খেলোয়াড় আহত হন। এ কারণে ফাইনাল ম্যাচটিও স্থগিত করা হয়েছে। পরবর্তীতে ম্যাচটি রোববার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ম্যাচটি রোববার স্থানীয় সময় বিকাল পাঁচটায় অনুষ্ঠিত হওয়ার কথা আছে। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় ম্যাচ খ্যাত এ ম্যাচে বোকার খেলোয়াড়রা স্টেডিয়ামের পথে যাত্রা শুরু করেন। এ সময় রিভার প্লেটের সমর্থকরা বোকা জুনিয়রসের বাস লক্ষ্য করে পাথর আর কাঠ ছুড়ে মারে। কয়েকজন খেলোয়াড়কে তা আঘাতও করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও পেপার স্প্রে নিক্ষেপ করে।

আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে দুই ক্লাবের মাইলফলক স্পর্শ করার দিন ছিল। তাদের আগুনে লড়াইয়ের ৫৮ বছরে পা দিচ্ছে। এমন মাইলফলকের দিনে আর্জেন্টিনার তারকা খেলোয়াড় কার্লোস তেভেজও আহত হয়েছেন। হামলা নিয়ে আর্জেন্টিনার ফুটবলার ডমিনিগুয়েজ বলেন, 'এক দল মানুষ বুঝতে চায়না যে এটা একটা খেলা। এখানে অবশ্যই মজা এবং শান্তি থাকা উচিত। আমাদের দুই ক্লাবই একটি সমঝোতায় এসেছে, এটি একটি ভালো দিক।'

এই বিভাগের আরো খবর