শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯৯

ফরিদপুরে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১ জুন ২০১৯  

ফরিদপুর শহরতলীর ঢাকা-খুলনা মহাসড়কের কোমরপুর নামক স্থানে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন।  শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও সাতজন। নিহতেরা হলেন- ঢাকার গ্রামীণ জুয়েলার্সের মালিক আসলাম মোল্লা, তার মা মহিরুন বেগম ও স্বজন আছিয়া বেগম।
এলাকাবাসী ও হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে,  শুক্রবার সকালে ঢাকা থেকে মাইক্রোবাসযোগে ফরিদপুরের আলফাডাঙ্গার উপজেলায় গ্রামের বাড়িতে ফিরছিলেন গ্রামীণ জুয়েলার্সের মালিক আসলাম মোল্লা ও তার স্বজনেরা। দুপুরে শহরতলীর ঢাকা-খুলনা মহাসড়কের কোমরপুর নামকস্থানে এসে পৌঁছালে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান গ্রামীণ জুয়েলার্সের মালিক আসলাম মোল্লা ও তার মা মহিরুন বেগম। পরে স্থানীয়রা আহত আটজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আছিয়া বেগম তাদের এক স্বজন। 
হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকাতে পাঠানো হয়েছে। শিশুসহ অন্যদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।  ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম নাসিম বলেন, নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুইজনের লাশ হস্তান্তর করা হয়েছে এবং একজনের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।  

এই বিভাগের আরো খবর