শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২০০

প্রায় সত্তর বছরের কর্মজীবন থেকে অবসরে যাচ্ছেন অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮  

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তার দীর্ঘ প্রায় সত্তর বছরের কর্মজীবন পার করছেন। এখন তিনি অবসরে যাওয়ার কথা ভাবছেন। শনিবার(২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় যাদুঘরে সুহেলী বিলকিস জালালের দুটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এক অনুষ্ঠানে সেই কথাই জানালেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, একটা লম্বা কর্মজবীন থেকে অবসরে যাওয়ার চিন্তা-ভাবনা করছি। এজন্য প্রস্তুতি নিচ্ছি। আমার কর্মজীবনের সময়কাল ৭০ বছরের কিছু কম।

তিনি বলেন, অনেক ব্যস্ত সময় পার করছি। যে বই দু’টির মোড়ক উন্মোচন করলাম তার কপি লেখক আমাকে অনেক আগে দিলেও তা পড়া সম্ভব হয়েছে বলবো না। অনেক ব্যস্ত থাকছি। দীর্ঘ যে কর্মজীবন পার করছি তা থেকে অবসরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।   

আবুল মাল আবদুল মুহিত বহু আগেই ঘোষণা দিয়েছিলেন, একাদশ জাতীয় নির্বাচনেত তিনি অংশ নিচ্ছেন না। আর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব নেবেন না। তবে আওয়ামী লীগের সঙ্গে আমৃত্যু আছেন। পরামর্শ দিয়ে যাবেন নানা ইস্যুতে। অবসর বই পড়ে লেখালেখি বাকি জীবন কাটাবেন বলেও ঘোষণা দেন তিনি।

এই বিভাগের আরো খবর