শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৪

প্রথম ওভারেই সাকিবের জোড়া আঘাত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০১৯  

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসটা শুভ হয়নি সফরকারীদের। প্রথম ইনিংসে স্বপ্নের মতো ব্যাটিং করে দলীয় সর্বোচ্চ ৩৪২ রান করেছিল আফগানিস্তান দল। তবে দ্বিতীয় ইনিংসের সূচনালগ্নেই সাকিবের স্পিন ঘুর্ণিতে ২ উইকেট খুইয়েছেন তারা।


শনিবার বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইনিংসের তৃতীয় বলে ফেরেন ইহসানউল্লাহ জানাত। এলবিডব্লিউর ফাঁদে ফেলে তাকে ফেরান সাকিব আল হাসান। এতেই থেমে থাকেননি তিনি। পরের বলেই তুলে নেন প্রথম ইনিংসে ইতিহাস গড়া সেঞ্চুরিয়ান রহমত শাহকে। তবে সম্ভাবনা জাগিয়েও হ্যাটট্রিক করতে পারেননি বিশ্বসেরা এ অলরাউন্ডার।

আফগানিস্তানের করা ৩৪২ রানের জবাবে দ্বিতীয় দিনে ১৯৪ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। তাই তৃতীয় দিনে তাদের দিকেই তাকিয়ে ছিল টাইগাররা। কিন্তু দিনের শুরুতেই শেষ হয় তাদের প্রতিরোধ। শেষ ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে আর যোগ করতে পেরেছে ১১ রান। প্রথম ইনিংস শেষে বাংলাদেশের সংগ্রহ ২০৫ রান।

শনিবার মোসাদ্দেক হোসেন ৪৪ এবং তাইজুল ইসলাম ১৪ রান নিয়ে দিনের খেলা শুরু করেন। তবে শুরুতেই ধাক্কা খান স্বাগতিকরা। ব্যক্তিগত স্কোরে কোনো রান যোগ করার আগেই ফেরেন তাইজুল। তাকে পরিষ্কার বোল্ড করেন মোহাম্মদ নবী।

এর দুই ওভার পর রশিদ খানের দারুণ এক ডেলিভারি বুঝতে না পেরে বসে প্যাড দিয়ে ঠেকিয়ে দেন নাইম হাসান। আম্পায়ারও আঙুল তুলতে দেরি করেননি। রিভিউ নিলেও তাতে কাজ হয়নি।

১২ বলে ৭ রানে আউট হন নাইম। অপরপ্রান্তে থাকা মোসাদ্দেক হাফসেঞ্চুরির আশায় দাঁড়িয়ে ছিলেন। কিন্তু ৮২ বলে ১ বাউন্ডারি আর ২ ছক্কায় গড়া তার ৪৮ রানের ধৈর্য্যশীল ইনিংসটি থেমেছে সঙ্গীর অভাবে।

এই বিভাগের আরো খবর