শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩০

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাচ্ছেন রাসিক মেয়র লিটন

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯  

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র, জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামারুজ্জামান হেনার সন্তান এএইচএম খায়রুজ্জামান লিটন প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেতে চলেছেন। মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করার পর স্বপদে অধিষ্ঠিত থাকাকালীন সিটি মেয়র প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। অবশ্য বিষয়টি প্রক্রিয়াধীন। শিগগিরই এ সংক্রান্ত আদেশ জারি হবে। শনিবার (১৩ এপ্রিল) রাজশাহী নগর ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মেয়র নিজেই এমন তথ্য জানিয়েছেন।

এসময় রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, সিটি করপোরেশন নির্বাচনের পর পরই জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শুরু হয়। এর পর নতুন সরকার গঠনসহ নানা কারণে সিটি করপোরেশনের মেয়রদের প্রতিমন্ত্রী পদ মর্যাদায় উন্নত করণের কাজ কিছুটা বিলম্ব হয়েছে। সম্প্রতি এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। প্রধানমন্ত্রী শিগগিরই বিষয়টি নিয়ে একটি আদেশ জারি করবেন। যা ইতোমধ্যেই প্রক্রিয়াধীন।

তবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী তাঁর নির্বাহী ক্ষমতায় সিটি করপোরেশনের মেয়রদের পদমর্যাদা বৃদ্ধির আদেশ দিবেন। সে আদেশের প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে।

প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র মন্ত্রী ও নারায়নগঞ্জের মেয়র উপ-মন্ত্রীর পদ মর্যাদা পেয়েছেন। তবে রংপুর সিটি করপোরেশনের আগের মেয়র পেয়েছিলেন প্রতিমন্ত্রীর পদ মর্যাদা। রাজশাহী, রংপুর, খুলনা,গাজীপুর ও  কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রদের পদ মর্যাদা এখনো উন্নিত করা হয়নি।

উল্লেখ্য , আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম এই সদস্য ও মহানগর সভাপতি এএইচএম খায়রুজ্জামন লিটন ২০০৮ সালে প্রথম রাসিকের মেয়র নির্বাচিত হন। সে সময়ও তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেয়েছিলেন। সর্বশেষ ২০১৮ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে দ্বিতীয় বারের মতো আবারও মেয়র নির্বাচিত হন। এর মাঝখানে ২০১৩ সালে মেয়র ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল।

এই বিভাগের আরো খবর