শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৭

পর্যটন নগরীতে বাড়লো জোবাইকের পরিসেবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করে গত ০১ সেপ্টেম্বর থেকে পর্যটন নগরী কক্সবাজারে  পরিসেবা বাড়ালো স্মার্টফোন ভিত্তিক দেশের প্রথম বাইসাইকেল শেয়ারিং প্রতিষ্ঠান জোবাইক। জোবাইক অ্যাপ ডাউনলোড করে, নিজের মোবাইল ফোন নম্বর দিয়ে এ্যাকাউন্ট খুলে রিচার্জ করে সহজেই যে কেউই উপভোগ করতে পারেন জোবাইকের সেবা। কক্সবাজারে এখন থেকে কলাতলী, সুগন্ধা, এবং লাবনী পয়েন্টসহ আরও কয়েকটি পয়েন্টে পর্যটকেরা সহজে খুঁজে পাবেন জোবাইক।

স্থানীয় পরিবহন ব্যবস্থার বিদ্যমান সমস্যা সমাধানে এবং পর্যটন নগরী কক্সবাজারকে পর্যটকদের ভ্রমনের জন্য আরো সহজ এবং গতিময় করার লক্ষ্যে গত ১৮জুন থেকে পরীক্ষামূলক এ সেবা শুরু করেছে জোবাইক। ব্যবহারকারীদের সেবা দেয়ার জন্য  কলাতলী বীচে রয়েছে জোবাইকের কাষ্টমার কেয়ার সেন্টার। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত জোবাইক এর সেবা গ্রহণ করতে পারবে ব্যবহারকারীরা এবং সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে জোবাইক কাষ্টমার কেয়ার সেন্টার। 

কক্সবাজারে জোবাইকের পরিসেবা বাড়ানো উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী রেজা বলেন " আমরা স্মার্ট বাইসাইকেল শেয়ারিং  সেবা শুরুর মাধ্যমে কক্সবাজারে ঘুরতে আসা পর্যটকদরে ভ্রমণকে আরো সহজ করার চেষ্টা করছি। এ উদ্যোগ পর্যটকদের ভ্রমণেই শুধু নতুনত্ব যোগ করবে না বরং স্থানীয় পরিবহন ব্যবস্থায় প্রযুক্তি নির্ভর টেকসই সমাধান নিয়ে আসার মাধ্যমে নতুনত্ব নিয়ে আসবে গোটা শহরে।" তিনি কক্সবাজার জেলা প্রশাসনের প্রতি সকৃতজ্ঞ ধন্যবাদ জ্ঞাপন করেন এমন একটি নতুন সেবা নিয়ে এখানে কাজ করার অনুমতি প্রদান সহ সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য।

উল্লেখ্য যে প্রতিষ্ঠানটি এখন কক্সবাজারের পাশাপাশি জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও শুরু করেছে এর সেবা। ব্যবহারকারীদের চাহিদার উপর ভিত্তি করে ভবিষ্যতে জোবাইক সেবায় বিভিন্ন পরিবর্তন নিয়ে আসা হবে বলে জানান জোবাইকের সহপ্রতিষ্ঠাতা এবং ভাইস প্রেসিডেন্ট অপারেশন মোহাম্মদ আজহারুল কুদরত খান। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং আবাসিক এলাকায়ও জোবাইকের পরিসেবা চালু করা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের আরো খবর