শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৫৬

পরিবর্তন হলো ফরিদপুর মেডিকেল কলেজের নাম

আরাফাত হুসাইন রাজিব, মধুখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৮ মার্চ ২০২১  

ফরিদপুর মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ’ এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল’ করা হয়েছে। নতুন এই নামকরণ গত বুধবার (১৭ মার্চ) থেকে কার্যকর হয়েছে। গত বুধবার বিকেল ৩টার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম  সদস্য এবং ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ জননেতা  আব্দুর রহমান প্রধান অতিথি হিসেবে এ ফলক উন্মোচন করেন। তথ্যসুত্রে জানা যায়,  গত ১৮ ফেব্রুযারি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ কলেজ ও হাসপাতালের নতুন নামকরণের অনুমোদন চেয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের কাছে আবেদন করেন। গত ১২ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এ প্রস্তাবের অনুমোদন দেন। প্রথম দিন কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ( ভোলা মাষ্টার) , ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাব বোস প্রমুখ। এছাড়া সন্ধ্যায় কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন  হয় । এ বিষয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের প্রধান ডা. শফিক উর রহমান দৈনিক তরুণ কন্ঠকে বলেন, এতদিন ধরে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কোনো সরকারি প্রতিষ্ঠান ছিল না। তার জন্মদিনে আমাদের এই মেডিকেল কলেজ ও হাসপাতাল যাত্রা শুরু করেছিল। সে কারণেই আমরা এই মেডিকেল কলেজটিকে তার নামে নামকরণ করার উদ্যোগ নেই। তারই ধারাবাহিকতায় আমরা এই বিষয়ক কাগজপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরে পাঠাই। তিনি স্বাক্ষর করার পর আজ থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল করা হয়েছে ।

এই বিভাগের আরো খবর