শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৩

পঞ্চগড়ে শিক্ষাক্রম ২৩ সংস্কারের দাবিতে মানববন্ধন

মোঃ রাশেদুল ইসলাম

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৩  

পঞ্চগড়ের বোদা উপজেলায়, শিক্ষাক্রম ২০২৩ সংস্কার, বিতর্কিত পাঠক্রম বাতিল ও পাঠক্রম প্রণয়নে জড়িতদের তদন্ত-পূর্বক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বোদা উপজেলা শাখা। বৃহস্পতিবার (২৬-জানুয়ারি) ২০২৩ খ্রিঃ বোদা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হাইওয়ে সড়কের পাশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। তারপরেও আগামী প্রজন্মকে ধর্ম সম্পর্কে বিরূপ ধারণা দিতে পাঠ্যপুস্তকে ধর্মীয় অনেক বিষয় বাদ দেওয়া হয়েছে। পাঠ্যপুস্তকে এমন কতগুলো বিষয় যোগ করা হয়েছে যা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। বিষয়গুলো ধর্মের সাথে সাংঘর্ষিক। এমতাবস্থায় ধর্মের সাথে সাংঘর্ষিক বিষয়বস্তুগুলোকে বাদ দিয়ে এবং আমাদের ধর্মের মূল বিষয়গুলোকে সংযুক্ত করার জোর দাবি জানাচ্ছি। যারা পাঠ্যপুস্তকে সুপরিকল্পিতভাবে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর লক্ষ্যে যুক্ত করেছে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনালোক ব্যবস্থা গ্রহণের জানানো হয়। আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব কামরুল হাসান প্রধান সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখা। উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ মোঃ সুলতান সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ইয়াসিন আরাফাত সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ সোহেল রানা সাধারণ সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখা। মোঃ সোহেল হুসাইন সদ্য সাবেক সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ হাবিবুর রহমান যুগ্ম-সাধারণ সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখা। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন, মোঃ মাহবুবুল রহমান সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বোদা উপজেলা শাখা।

এই বিভাগের আরো খবর