শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৪

নৌবাহিনীর সদস্য মেহেরাব খুনের তদন্তে একাধিক সংস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০১৯  

গত বৃহস্পতিবার ভোররাতে ট্রেণিং শেষে বাড়িতে এসে নিজ গ্রামে অজ্ঞাত দুর্বৃত্তের হাতে নির্মমভাবে খুন হয় মেহরাব। ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও কিছুতেই কান্না থামছে না অকালে ছেলে হারানো মায়ের। ছেলে কাপর চোপড় জড়িয়ে কাঁদতে কাঁদতে বারবার মুর্ছা যাওয়া মা কে স্বজন কিংবা প্রতিবেশী কেউ শান্তনা দিতে গিয়ে কাঁদছেন নিজেরাও। 

সদ্য নৌবাহিনীর ট্রেণিং শেষ করা তরুণ মেহেরাবের মৃত্যু শোকে গোটা এলাকাই যেন কাতর হয়ে রয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনায় প্রশাসনের বেশ কয়েকটি সংস্থা একযোগে তদন্তে নামে।     জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় সিএনজি চালক মনির, স্থানীয় মেম্বার কামাল হোসেন এবং ইরি ক্ষেতের পানি দেয়া মেশিন ঘরের এক কর্মচারীর সহ তিন জনকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে স্থানীয় ইউ পি চেয়ারম্যান সিরাজুল ইসলামের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়। পরবর্তীতে আবারো জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে তাদের এই মর্মে মুচলেকা রাখা হয়।

এবিষয়ে বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, সিআইডি,  পিবিআই, ডিবি ও পুলিশ একযোগে তদন্ত চালাচ্ছে। পারিবারিক, নারী ঘটিত বিষয়, পূর্বশত্রুতা, ডাকাতি বা ছিনতাই সহ  বেশ কয়েকটি সুত্র ধরেই তদন্ত চালানো হচ্ছে । দুষ্কৃতিকারীরা কিছুতেই পার পাবে না। বেশ কয়েকজন সন্দেহভাজনের তালিকা করে তাদের ওপর নজরদারী করা হচ্ছে। সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় ছেরে দেয়া হয়েছে।          

উল্লেখ্য খুলনা থেকে নৌবাহিনীর ট্রেনিং শেষে চট্টগ্রামে যোগদানের উদ্দেশ্য যাওয়ার আগে কুমিল্লায় মা বাবার সাথে দেখা করতে এসে দূর্বৃত্তের হাতে খুন হয় মেহরাব। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশ। স্থানীয় সূত্র জানা যায়, খুলনায় ট্রেণিং শেষে চট্টগ্রামে যোগদান করতে যাওয়ার পথে মা-বাবার সাথে দেখা করার উদ্দেশ্যে কুমিল্লা সেনানিবাস এলাকায় বাস থেকে নেমে গ্রামে যাওয়ার পথে নিজের গ্রামেই  দুবৃর্ত্তরা তাকে গলা কেটে হত্যা করে। 

আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে মেহেরাব এর নিজ এলাকায় জানাজা ও নৌবাহিনীর প্রধানের পক্ষ থেকে মরণোত্তর সালাম ও সম্মান প্রদর্শন শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মেহেরবের লাশ। এবিষয়ে নিহতের মামাত ভাই ইভান গতকাল শনিবার বিকেলে প্রতিবেদক কে জানায়, রবিবার সকালে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের আলেখারচরে মানব বন্ধণ করা হবে।  মেহেরবের খুনিদের দ্রুত সনাক্ত করে প্রকৃত আসামীদের ফাঁসী কার্যকরের দাবীতে মানব বন্ধণ করবে এলাকাবাসী।

এই বিভাগের আরো খবর