শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৪

নেপালে বাস খাদে পড়ে নিহত ১১, আহত ১০৮

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৯  

নেপালের কেন্দ্রস্থলে একটি অতিরিক্ত যাত্রীবোঝাই বাস পাহাড় থেকে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত ও আরও ১০৮ জন আহত হয়েছেন। শনিবার দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয়।
বাসটি সিন্ধুপাল চক নামক এলাকা থেকে বাসটির গন্তব্য ছিল অদূরের রাজধানী কাঠমান্ডু। বাসটিতে যেসব যাত্রী ছিলেন তারা সবাই হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব দশাইন পালনের জন্য রাজধানী অভিমুখে যাচ্ছিলেন।

পাহাড়ি রাস্তায় মোড় নিতে গিয়ে বাসটি ৫০ মিটার নিচু একটি খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। আহত ১০৮ জনের মধ্যে মাত্র ৩৯ জনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে সরকারি কর্মকর্তারা।

জেলা কর্মকর্তা দেবী চেমজং বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘দুর্ঘটনাস্থলেই ছয় জন ও বাকি পাঁচজন হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। আমরা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছি। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।’

এনডিটিভি বলছে, পাহাড়বেষ্টিত নেপালের সড়কগুলোর বেহাল অবস্থার কারণে দেশটিতে প্রতিনিয়তই এরকম দুর্ঘটনা ঘটে। বিশেষ করে কোনো উৎসব যখন চলে তখন এর পরিমাণ বেড়ে যায়। ওই সময় সড়কগুলো বেশি ব্যস্ত ও গণপরিবহলগুলোতে অতিরিক্ত যাত্রী এর জন্য দায়ী।

এই বিভাগের আরো খবর