শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮২

নির্বাচন কমিশন যেন আইনের মাধ্যমে গঠিত হয় : হানিফ বাংলাদেশী

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২  

নবগঠিত নির্বাচন কমিশনও যেন আইনের মাধ্যমে গঠিত হয় এবং নির্বাহী বিভাগের প্রভাব মুক্ত হয় সে দাবি জানিয়েছেন হানিফ বাংলাদেশী। আজ ১৯ জানুয়ারি ২০২২ সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি তিনি এ দাবি জানান।

 

হানিফ বাংলাদেশী বলেন, নির্বাচন কমিশন গঠনে আইন প্রনয়নের দাবিতে গত ২৪ অক্টোবর ২০২১ তারিখ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ৬৯ দিন সারা বাংলাদেশ প্রদক্ষিণ করে ৬৪ জেলার জেলা প্রশাসকদের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতিকে স্বারকলিপি  দিয়েছি, সার্চ কমিটি নয় আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়। এই দাবির প্রতি সাধারণ মানুষও সমর্থন জানিয়েছে।

 

তিনি আরো বলেন, একই দাবিতে বঙ্গভবনের সামনে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছি। গত ১৭ জানুয়ারি মহামান্য রাষ্ট্রপতি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছেন এবং মন্ত্রী পরিষদ আইন প্রনয়নের অনুমোদন দিয়েছে। আইন প্রনয়নের উদ্যোগ নেওয়ায় মহামান্য রাষ্ট্রপতিকে স্বাগত জানাই। বর্তমান কমিশন ও যেন আইনের মাধ্যমে হয় এবং নির্বাহী বিভাগের প্রভাব মুক্ত স্বাধীন নির্বাচন কমিশন গঠন করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারে সে দাবি জানাচ্ছি।

এই বিভাগের আরো খবর