বুধবার   ১৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ৩ ১৪৩১   ০৮ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৪১২

নিজের রাইফেলের গুলিতে গুরুতর আহত ভারতীয় এক বিএসএফ সদস্য

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১২ আগস্ট ২০২০  

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ওপাড়ে অসাবধানতার কারনে টহলরত অবস্থায় নিজের রাইফেলের গুলি শরীরে লেগে গুরুতর আহত হয়েছেন ভারতীয় এক বিএসএফের সদস্য। এ ঘটনাটি ঘটেছে  কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পশ্চিম অনন্তপুর সীমান্তের ওপারে ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার সাদেনেরকুটি সীমান্তে। আহত ওই বিএসএফ সদস্যকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিহাট ১৫ বিজিবির পরিচালক লে.কর্নেল এস এম তৌহিদ-উল-আলম। তবে আহত বিএসএফের নাম জানা জায়নি ।

অনন্তপুর সীমান্তে বসবাসকারী আব্দুল লতিফ জানান, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে আন্তর্জাতিক ৯৪৬ মেইন পিলারের সাব পিলার ৪ এসের পাশ ভারতের সাদেনেরকুটি সীমান্তে আকষ্মিক ভাবে গুলির শব্দ শোনা যায়। পরে খোঁজ খবর নেয়ার পর জানা গেছে ভারতের ১৯২ ব্যাটালিয়নের বিএসএফের অধীনে ঝিকরী ক্যাম্পের টহলরত অবস্থায় এক বিএসএফ সদস্যের অসাবধানতাবশত তার হাতের  রাইফেলটি পড়ে যায়। সেই রাইফেলটি মাটি থেকে তুলে হাতে নেয়ার সময় গুলি বের হয়ে তার শরীরে লাগে। সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে  অচেতন হয়ে পড়ে ওই সদস্য। পরে বিএসএফর গাড়ি এসে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল এস এম তৌহিদ-উল-আলম জানান, টহলরত অবস্থায় এক বিএসএফের সদস্যের হাত থেকে নিজের রাইফেল পড়ে যায়। তার হাতের রাইফেল উঠাতে গিয়ে গুলি বের হয়ে শরীরে লেগে আহত হয়েছেন। তার নাম ঠিকানা এখনো জানা যায়নি। বিএসএফ’র সাথে পতাকা বৈঠকে মাধ্যমে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

এই বিভাগের আরো খবর