শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬৮

নলছিটিতে শ্বাস রোধে হত্যা মামলায় ২ জনের যাজ্জীবন কারাদন্ড

মোঃ রুবেল খান, ঝালকাঠি প্রতিনিধি,

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯  

নলছিটিতে ট্রলার মিস্ত্রি আলমগীর হাওলাদারকে ডেকে নিয়ে শ্বাস রোধ করে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়। গতকাল মঙ্গলবার শেষ বিকেলে ঝালকাঠির অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শেখ. মোঃ তোফায়েল হাসান এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামী বরিশালের মো. বাবুল ও নলছিটি রানাপাশার জলিল মুন্সি উভয়ই পলাতক থাকায় আদালতে অনুপস্থিত ছিল।


মামলার এজাহারে আলমগীরের স্ত্রী লাইলী বেগম উল্লেখ করেন, তার স্বামী আলমগীর ট্রলার ও রাইস মিল মিস্ত্রি ছিল। এরই সূত্র ধরে ট্রলার মালিক আসামী বাবুলের সাথে আলমগীরের বন্ধুত্ব সম্পর্ক হয়। সেই সুবাধে আসামী বাবুল লাইলীর স্বামীর কাছ থেকে ১০ হাজার টাকা ও হাত ঘড়ি ধার নেয়। দীর্ঘ দিন তা না দেয়ায় আলমগীর আসামী বাবুলের ট্রলার আটক করে।

তাই ২০০৩ সনের ২৮ জানুয়ারি বাবুল আসামী শাহিনসহ ৪/৫ জনকে নিয়ে আলমগীরের ঘড়ি ও টাকা দেয়ার কথা বলে কাঠিপাড়া বাড়িতে থেকে ডেকে নিয়ে যায়। পর দিন ২৯ জানুয়ারি নলছিটির রানাপাশা বিলের মধ্যে আলমগীরের লাশ পাওয়া যায়। এ ঘটনায় মৃতের স্ত্রী লাইলী বেগম বাদী হয়ে বাবুল ও শাহিনসহ ৪ জনকে আসামী করে নলছিটি থানায় ২০০৩ সনের ২৯ জানুয়ারি মামলা দায়ের করে। পুলিশ ২০০৫ সনের ৯ ফেব্রুয়ারি এ দুই আসামীর বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। ২০০৭ সনের ১৯  আগষ্ট আদালতে আসামীদের বিরুদ্ধে চার্জ গঠন হয়। ১২ জন স্বাক্ষীর স্বাক্ষ্য প্রমানান্তে আসামীদের বিরুদ্ধে দন্ড বিধি ৩০২/৩৪ ধারায় আদালতের বিচারক এ রায় প্রদান করেন।

এই বিভাগের আরো খবর