শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১১ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৩

নরসিংদীতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে দুর্ধর্ষ ডাকাতি

এম এ আউয়াল , নরসিংদী ।

প্রকাশিত: ৫ নভেম্বর ২০১৯  

 

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল বাজারে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতদল ৫টি স্বর্ণের দোকান ও একটি চাউলের দোকান থেকে একশ ৯ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৮ লাখ টাকাসহ প্রায় ১ কোটি টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত সোমবার গভীর রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল বাজারে। জানা গেছে,ঘটনার দিন রাত আনুমানিক ১টার দিকে ২০/৩০ জনের একটি সশন্ত্র ডাকাত দল তিনটি স্পীডবোট যোগে ঘোড়াশাল বাজারে এসে প্রথমে বাজারের পাহাড়াদার ও দোকানে থাকা লোকজনদের হাত পা বেধে একটি ঘরে আটক রাখে। পরে পাঁচটি স্বর্ণের দোকানে হামলা চালিয়ে একশ ৯ ভরি স্বর্ণালংকার ও নগত ১৮ লাখ টাকা লুট করে এবং পরে একটি চাউলের দোকানে হামলা চালিয়ে সিন্ধুক ভেঙ্গে  নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১ কোটি টাকার মালামাল লুট করে  স্পীডবোট যোগে শীতলক্ষ্যা নদী দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ডাকাতি হওয়া দোকানগুলো হচ্ছে-মুসলিম জুয়েলার্স, জনতা গহনালয়, প্রিয় জুয়েলার্স, মল্লিক জুয়েলার্স, মা শিল্পালয় ও ১টি চাউলের দোকান । 

এ সময় ডাকাতদের হামলায় দোকানের দুই কর্মচারী বলরাম ও রামজয় মন্ডপ আহত হয়। পরে বাজার কমিটির লোকজন ও বাজারের ব্যবসায়ীরা পুলিশকে খবর দিলে পলাশ থানা পুলিশ রাতেই ঘটনার স্থল পরির্দশন করে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন এ ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরে মঙ্গলবার সকালে নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা সিআইডি, পিবিআিই ও গোয়েন্দা শাখার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত দোকানের দুই কর্মচারী বলরাম ও রামজয় মন্ডপকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনে শেষে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার সাংবাদিকদের জানান,এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল তদন্তে নেমেছে। তদন্ত পূর্বক খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

এই বিভাগের আরো খবর