শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৮

নভেম্বরে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৯  

পঞ্চমবারের অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার লোকসংগীতের বৃহৎ আসর ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। আগামী ১৪-১৬ নভেম্বর প্রতিবারের মত এবারের আসরটিও বসবে রাজধানীর আর্মি স্টেডিয়ামে।

একই আয়োজক প্রতিষ্ঠানের লোকসংগীতের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা ‘ম্যাজিক বাউলিয়ানা’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের প্রশ্ন উত্তর পর্বে এমন তথ্য জানিয়েছেন ফোক ফেস্টের আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের তারিখ চূড়ান্ত, সেই সঙ্গে শিল্পীদের তালিকাও প্রায় চূড়ান্ত। প্রস্তুতি চলছে। ৩ দিন ব্যাপী এই আয়োজন প্রতিবারের মতো এবারও দর্শকরা বিনামূল্যে শুধুমাত্র অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন।

২০১৫ সালের ১৪ নভেম্বর প্রথমবারের মত ৫ দেশের শতাধিক শিল্পী নিয়ে আয়োজিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। সেই ধারাবাহিকতায় এবারের আয়োজন হতে যাচ্ছে এর পঞ্চম আসর।

এই বিভাগের আরো খবর