শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫১

দ্বৈত নাগরিকত্বে আটকা পড়ছেন বিএনপির মিন্টু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮  

একাদশ সংসদ নির্বাচনে ফেনীর দুইটি আসনে মনোনয়ন সংগ্রহ করলেও নির্বাচন করতে পারবেন না বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এক সময়ের ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টু।

দ্বৈত নাগরিকত্বের কারনে তার নির্বাচনে অংশগ্রহনের সুযোগ নেই। তিনি বাংলাদেশ ও যুক্তরাস্ট্রের দ্বৈত নাগরিক। বিধান অনুসারে কোনো দ্বৈত নাগরিক দেশে জাতীয় বা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহনের সুযোগ নেই।

যার ফলশ্রুতিতে বিগত ঢাকা উত্তর সিটি নির্বাচনেও তিনি অংশ নেন নি। মনোনয়ন সংগ্রহের পরও, তার কনিষ্ঠ পুত্র তাবিথ আউয়ালের মনোনয়ন নিশ্চিত করতে তিনি মনোনয়ন নেন। তার কনিষ্ঠ পুত্র তাবিথ আউয়াল ওই নির্বাচনে অংশ নেন।

ফেনীতেও এখন একই সম্ভাবনা দেখা দিয়েছে। তার সঙ্গে সঙ্গে ছোট ভাই আকবর হোসেনও মনোনয়ন কিনেছেন।

রাজনৈতিক বিশ্লষকরা মনে করছেন ছোট ভাইয়ের মনোনয়ন নিশ্চিত করতে ঢাকা সিটির মত মনোনয়ন সংগ্রহ করেছেন এ ব্যবসায়ী নেতা। ছোট ভাইয়ের মনোনয়নের ব্যাপারে দলের লন্ডনে হাই কমান্ডের সঙ্গে যোগাযোগ করলে মিন্টুর ব্যাপারে একমত পোষন করেন। উনি না করলে এখানে উনার মতামতের প্রয়োজন নেই বলে জানান। দল নতুন কোন প্রার্থী দিবে বলে তাকে জানানো হয়। এবার ফেনী জুড়ে তোলপাড় হচ্ছে তার নির্বাচন না করার ও ছোট ভাই আকবরের ব্যাপারে দলের হাই কমান্ডের আপত্তি আছে।

এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি সাধারন সম্পাদকের মতামত জানতে চাইলে তারা বলেন, এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। এ ব্যাপারে ফেনী ২ আসনের সম্ভাব্য প্রার্থী সাবেক জেলা বিএনপি সাধারন সম্পাদক অধ্যাপক ভিপি জয়নাল বলেন, উনি ব্যবসায়ী উনাকে ব্যবসাতে ভালো মানায়, রাজনিতীতে নয়। দল কারো ব্যক্তিগত সম্পতি নয় যে ছেলে ভাই কে মনোনয়নের আশায় দল কে মনোনয়ন সংগ্রহের মাধ্যমে ব্ল্যাকমেইলিং করবেন।

এই বিভাগের আরো খবর