শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৫

দুর্ভোগ জেনেও নিজ ঠিকানায় ফিরছেন বানভাসিরা

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২৫ মে ২০২২  

সিলেটের নদনদীর পানি নামতে শুরু করেছে। দুর্ভোগ জেনেও নিজ নিজ ঘরে ফিরতে শুরু করেছেন বানভাসিরা।

টানা দশদিন সিলেটের ১৩ উপজেলার মধ্যে গোয়াইনঘাটসহ পাঁচ উপজেলার ৯০ ভাগ ঘরবাড়ি, পথঘাট পানিতে ডুবে ছিল। এতে অধিকাংশ কাঁচা ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। বাড়িঘর বিধ্বস্তের পাশাপাশি খাবার সংকটে বিপাকে পড়েছেন তারা। কোথাও ত্রাণ বিতরণের খবর পেলেই তারা ছুটছেন দলে দলে।

গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। এ বিষয়টি আমরা উচ্চপর্যায়ে জানাব।
আরও পড়ুন: সিলেটে বন্যা: পানিতে হাবুডুবু খাচ্ছে এসএসসি পরীক্ষার্থীসহ লাখ লাখ মানুষ

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান বলেন, ক্ষতির পরিমাণটা নিরূপণ করতে পারলে, সে অনুযায়ী সবাইকে সহায়তা দেয়া হবে। 
বন্যায় গোয়াইনঘাট উপজেলার ১২ ইউনিয়নের দু'শো ৬৮টি গ্রাম পানিতে তলিয়ে ছিল।

এই বিভাগের আরো খবর