শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৮৩

দাবি আদায় না হলে খেলবেন না ক্রিকেটাররা

রুহুল আমিন

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯  


বিভিন্ন দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন বাংলাদেশের জাতীয় পর্যায়ের ক্রিকেটাররা। তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্রিকেট খেলবেন না বলেও ঘোষণা দিয়েছেন। আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের পক্ষে এই ঘোষণা দেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসর বিপিএলে দেশি খেলোয়াড়দের পারিশ্রমিক বৃদ্ধি, জাতীয় ক্রিকেট লিগে খেলোয়াড়দের ম্যাচ ফি বৃদ্ধি ও দৈনিক ও ভ্রমণ-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে এই আন্দোলনের ডাক দেন ক্রিকেটাররা।

এর আগে বিসিবির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, ফ্র্যাঞ্চাইজি বাদ দিয়ে বিসিবি নিজেদের তত্ত্বাবধানেই এবারের বিপিএল আয়োজন করবে। এর ফলে আয় কমে যাওয়ার আশঙ্কা করছেন ক্রিকেটাররা।

এ মাসের শুরুর দিকে প্রথম শ্রেণির ক্রিকেটে বিসিবি ম্যাচ ফি না বাড়ানোর পর খেলোয়াড়দের আশঙ্কা বাড়তে থাকে। এরই মধ্যে এ ব্যাপারে কথা বলতে শুরু করেছেন পেশাদার ক্রিকেটাররা।

সাকিবের নেতৃত্বে আন্দোলনে ক্রিকেটাররা

এ ব্যাপারে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘ক্রিকেটারদের বিষয়টি আরো ভালোভাবে দেখা উচিত। আমরা ক্রিকেটের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা দেখছি না। আমরা শুধু চলমান সিরিজের ওপর নজর রাখি। শুধু বিশ্বকাপের মতো টুর্নামেন্টের বেলায় আমরা হয়তো ছয় থেকে আট মাস আগে থেকে পরিকল্পনা করি। এটা ছাড়া আমরা শুধু চলমান সিরিজ নিয়েই চিন্তা করি।’

দীর্ঘমেয়াদি পরিকল্পনার জন্য শক্ত কাউকে দেখার আশাবাদ ব্যক্ত করেন সাকিব। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের অভিভাবকদের বড় ধরনের ভূমিকা পালন করতে হবে।’

সাকিবের এমন বক্তব্যের প্রশংসা করছেন অনেকেই। তবে এর জবাবে বিসিবির কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর