বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬৭

ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে ঢাকা ফিরছে মানুষ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুন ২০১৯  

পবিত্র ঈদুল ফিতরের ঈদের পর থেকে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফেরা যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়।  শুক্রবারেও এর ব্যতিত্রম ঘটেনি। 

শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সয়দাবাদ, শহীদ এম.মনসুর আলী ও জামতৈল স্টেশনে ঢাকাগামী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। অনেকে পরিবার সঙ্গে নিয়ে গরমে নাজেহাল হয়ে পড়েছেন শিশুদের সামলাতে। 

রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি ও মেইল ট্রেনের ছাদেও যাত্রীদের অনেক ভিড় দেখা যায়। জামতৈল স্টেশনে যাত্রা বিরতিতে থাকা কয়েকটি ট্রেনের ছাদে দেখা যায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার স্বল্প আয়ের শত শত যাত্রী ট্রেনের ছাদে পরিবার নিয়ে বসে আছেন। পরিবারের নারী সদস্য ও শিশুরাও ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে ঢাকার দিকে যাচ্ছেন। 

গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন রেকেবা পারভীন। তিনি জানালেন, ঢাকার বাসে সিট নেই, ভাড়াও অনেক। ট্রেনের সিট না পেয়ে স্বামী ও ছেলেমেয়ে নিয়ে মেইল ট্রেনের ছাদে চড়ে বাধ্য হয়ে ঢাকা যাচ্ছি।

জামতৈল স্টেশন মাস্টার আব্দুল হান্নান বলেন, ঈদের আগে ও পরে ট্রেনের ছাদে চড়ে নিজ নিজ গন্তব্যস্থলে যাবার একই ধরনের দৃশ্য বার বার চোখে পড়লেও করার কিছু নেই। ঝুঁকি জেনেও যাত্রীরা এভাবেই চলাচল করছেন। বললেও কেউই শোনা তো দূরের কথা, আমলেও নেননি। পরে আর বলা হয় না। 

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে শহীদ এম মনসুর আলী ষ্টেশনের বুকিং সহকারী আব্দুল খালেক বলেন, ফিরতে হবে নিজ নিজ কর্মস্থলে। বাস-ট্রেনের টিকিট না পেয়ে ছাদের ওপর ঝুঁকি নিয়ে চলাচলের দৃশ্য নতুন নয়।

এই বিভাগের আরো খবর