শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৮৪৭

ট্রেন দুর্ঘটনা: খোঁজ পাওয়া গেছে শিশুটির স্বজনদের

সুমন হোসেনঃ

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯  

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ এলাকায় তুর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের মুখোমুখখি সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে নয়জনের পরিচয় পাওয়া গেছে।

নিহতরা হলেন- মুজিবুর ও কুলসুম (চাঁদপুর); ইয়াসিন, সুজন, আলামিন, ইউসুফ ও শিশু আবিদা (হবিগঞ্জ); জাহেদা (মৌলভীবাজার) এবং শিশু সোহামনি (ব্রাহ্মণবাড়িয়া)।

ট্রেনের মুখোমুখখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে একটি কন্যা শিশুকেও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতঙ্কগ্রস্ত শিশুটি নিজের নাম বলতে পারছিল না।

সংবাদমাধ্যমে শিশুটিকে সংবাদ প্রকাশের পর তার অভিভাবকের সন্ধান পাওয়া যায়। শিশুটির নাম নাঈমা। তার চাচা মানিকের সাথে কথা হয়েছে গণমাধ্যমের।

মানিক জানান, তিনি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। শিশু নাঈমাকে নিয়ে সিলেট থেকে তার মা কাকলী ও দাদী উদয়ন এক্সপ্রেসে করে চাঁদপুরে ফিরছিলেন। পথে দুর্ঘটনার শিকার হয় তাদের ট্রেন। নাঈমার বাবা মাইনুদ্দিনও দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে রওয়ানা হয়েছেন। কিন্তু তারা কেউই নাঈমার মায়ের মোবাইলে যোগাযোগ করতে পারছেন না। তারা কী অবস্থায় আছেন কিছুই জানতে পারছেন না তারা।

এই বিভাগের আরো খবর