শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১১ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৬

ঝিনাইদহে ট্রাকচাপায় পথচারী নিহত, চালক আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০১৯  

ঝিনাইদহ সদর উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে লিয়াকত আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বিষয়খালী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত লিয়াকত উপজেলার নৃসিংহপুর গ্রামের বাসিন্দা।

ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা দীলিপ কুমার জানান, গতকাল বুধবার সকালে রাস্তা পারাপারের জন্য বিষয়খালী তেল পাম্পের সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন লিয়াকত আলী। সে সময় মোংলা বন্দর থেকে ঢাকাগামী গ্যাস বহনকারী একটি ট্রাক তাঁকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকচালককে ধরে ফেলেন। পরে খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট ট্রাকসহ চালককে আটক করে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে বলে জানান থানার ওসি মিজানুর রহমান খান। ময়নাতদন্তের জন্য লিয়াকত আলীর লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মাদকবিরোধী অভিযানে আটক ৫২: ঝিনাইদহে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ছয় মাদক ব্যবসায়ীসহ ৫২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের আটক করা হয়।

জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চলছে। এর অংশ হিসেবে গত রাতে জেলার ছয় উপজেলায় ৫২ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে এরইমধ্যে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

এই বিভাগের আরো খবর