শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২১০

ঝালকাঠিতে ভ্রম্যামান আদালতের অভিযান

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ৩ আগস্ট ২০১৯  

ঝালকাঠিতে খাদ্য অধিদপ্তরের সরকারী ভিজিডি ও টিআর কর্মসূচীর ৫শ বস্তা চাল অবৈধ ভাবে বাজারজাত কারার সময় ভ্রাম্যমান আদালতের অভিযানে ধরা পরে। এই চাল সরাকারী বস্তা থেকে বের করে ভারতীয় নূরজাহান ব্রান্ডের বস্তায় ভরার সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী  ম্যাজিষ্ট্রেট মোঃ বশির গাজী হাতেনাতে আটক করে। গোয়েন্দা বিভাগের গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দুপুরে শহরের কাঠপট্টি এলাকার ব্যবসায়ী মো. সত্তার মিয়ার গুদামে এই অভিযান চালানো হয়। বিভিন্ন সরকারী প্রকল্পের চাল ভারতীয় নূরজাহান কোম্পানীর বস্তায় ভরে বাজারজাত করার অপরাধে ব্যবসায়ী সত্তার মিয়াকে ১ লাখ টাকা জরিমান করেছে ভ্রম্যমান আদালত। সত্তার মিয়া নগদ ১ লাখ টাকা জরিমানা দিয়ে এ অভিযোগ থেকে অব্যহতি পান।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মসজিদ মন্দির ও মাদ্রাসায় দেয়া সরকারের টিআর কর্মসূচীর চাল কম দামে ক্রয় করে ব্যবসায়ী সত্তার মিয়া দীর্ঘদিন ধরে ভারতীয় কোম্পানীর চালের বস্তায় ভরে বেশি দামে বাজারজাত করতেন। অভিযান চলাকালে তার গুদামে ৫০ কেজির ৫০০ বস্তা খাদ্য অধিদপ্তরের চাল পাওয়া যায়। 
 

এই বিভাগের আরো খবর