শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯০

ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচন ২০২৩ সম্পন্ন

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩  

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৮৭ ভোট
পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী সমর্থিত আইনজীবী বনি আমিন বাকলাই। তাঁর নিকটতম
প্রতিদ্বন্ধসঢ়;দ্বী জাতীয় পার্টি সমর্থিত মো. আনোয়ার“ল ইসলাম খোকন মোল্লা পেয়েছেন ৪৮ ভোট।
অপর দুই প্রার্থীর মধ্যে খান হাফিজুর রহমান বাবু পেয়েছেন ৬ ভোট এবং বর্তমান সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন হাওলাদার পেয়েছেন ১ ভোট। ১৫৭টি ভোটের মধ্যে মোট কাস্ট হয়েছে ১৪২টি। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যš— জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। পরে দুপুরের দিকে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম আজম ফলাফল ঘোষণা করেন।
এদিকে সমিতির সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান রসুল ধারাবাহিকভাবে পরপর ১০ম বারের মত বিনা
প্রতিদ্বন্ধসঢ়;দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি আরও এক বারসহ মোট ১১বার সভাপতি নির্বাচিত হলেন।

এছাড়াও সভাপতিসহ ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী
কমিটির নির্বাচনে ইতিমধ্যেই ১৪টি পদে ১৪ জন
একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।
এই নির্বাচনে ১৫টি পদের মধ্যে একমাত্র সাধারণ
সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধসঢ়;দ্বীতা করেছেন।
এছাড়া সহসভাপতি ২টি পদে মঞ্জুর হোসেন ও এমএ
জলিল, যুগ্ম সম্পাদক ৪টি পদে তরিকুল ইসলাম খোকন,
জাকারিয়া রহমান জিহাদ, কার্তিক চন্দ্র দত্ত ও মো. আল
আমিন ফরাজী, অর্থ সম্পাদক পদে আবদুল আলীম,
সম্পাদক ভিজিলেন্স পদে মাহবুবার রহমান তালুকদার,
লাইব্রেরী সম্পাদক পদে সঞ্জয় কুমার মিত্র, সম্পাদক ভর্তি
উপ-পরিষদ পদে মোজাম্মেল হোসেন ও নির্বাহী সদস্য
৩টি পদে গোলাম কিবরিয়া ঝন্টু, সঞ্জিব কুমার
বিশ্বাস ও সৈয়দ সৈয়দ জাহাঙ্গির শামীম বিনা
প্রতিদ্বন্ধসঢ়;দ্বীতায় নির্বাচিত হয়েছেন। এই
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা
অংশগ্রহন করছে। বিএনপি সমর্থিত আইনজীবিরা
নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তবে বিএনপি
সমর্থিত আইনজীবীরা ভোটদানে অংশ নিয়েছেন।

এই বিভাগের আরো খবর