শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৫২৬

জাফলং জোনের ট্যুরিস্ট পুলিশের ওসি রতন শেখ এর ব্যতিক্রমী উদ্যোগ

মো. মোহন

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০  

সিলেটের গোয়াইনঘাট উপজেলা পূর্ব জাফলংয়ে ছিন্নমূল পথ ব্যবসায়ীদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী সভা করেছেরন জাফলং জোনের ট্যুরিস্ট পুলিশের ওসি রতন শেখ।জাফলং সংগ্রাম সীমান্ত বিজিবি ক্যাম্প এলাকায় পর্যটকদের নিরাপত্তা বিষয় আলাপ আলোচনা করেন টুরিস্ট ব্যবসায়ীদের নিয়ে।

সভায় অর্ধশতাধিক ব্যবসায়ীদের নিয়ে বিভিন্ন নিরাপত্তার বিষয়ে আলাপ করেন ওসি রতন শেখ,পর্যটকদের সাথে ভালো ব্যবহার করা,পরিষ্কার পরিছন্নতা রাখা,স্বাস্থ্যবিধি  মেনে চলা, এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন ওসি রতন শেখ এসময় উপস্থিছিলেন,জাফলং ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ ওসি রতন শেখ, জাফলং ভিউ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ওমর সানি, সাধারণ সম্পাধক শাহ আলম,ট্যুরিস্ট গাইড সহ সভাপতি শাহিন আহমেদ ব্যবসায়ী আছুর উদ্দিন,শামিম আহমেদ প্রমুখ।

জাফলং ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনর্চাজ ওসি রতন শেখ বলেন, জাফলংয়ে আগত পর্যটকদের নিরাপত্তার জন্য আমরা নিয়োজিত। জাফলং ঘুরতে আসা পর্যটকদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জাফলং  ট্যুরিস্ট পুলিশ সদস্যরা সবসময় পর্যটকদেরকে মাক্স পরিদান করার জন্য বিশেষ ভাবে অনুরুদ করেন।

জাফলং পর্যটকদের আগমনের মাধ্যমে জাফলং  এলাকায় অনেক মানুষের জীবন চলে, তাই পর্যটকদের সাথে ট্যুরিস্ট ব্যবসায়ীরা ভালো ব্যবহার করে সেদিকে টুরিস্ট এর সেবা নিয়োজিত ট্যুরিস্ট পুলিশ খেয়াল রাখে জাফলং ভ্রমনে আসা পর্যটকদের যেকোন সহায়তায় আমরা এগিয়ে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ,জাফলং পর্যটক এলাকা যে ভাবে পরিষ্কার পরিছন্নতা থাকে সেই এবিষয়ে ট্যুরিস্ট পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে বলে জানান জাফলং জোনের অফিসার ইনচার্জ ওসি রতন শেখ মহোদয়।

এই বিভাগের আরো খবর