শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২১১

জবির সাংবাদিকদের ওপর হামলায় রাবি রিপোর্টার্স ইউনিটির নিন্দা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০১৯  

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত চার সাংবাদিকের উপর ছাত্রলীগ নেতাকর্মীর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু)।

সোমবার সন্ধ্যায় রুরুর সভাপতি মর্তুজা নুর ও সাধারণ সম্পাদক আহমেদ ফরিদ এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিকের উপর ছাত্রলীগের হামলার ঘটনা নতুন কিছু না। এর আগেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের উপর হামলার একাধিক ঘটনা ঘটলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তদের সুষ্ঠু বিচারের আওতায় আনতে পারে নি। এ সময় ঘটনায় জড়িতদের তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কেন্দ্রীয় ছাত্রলীগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান তারা।

প্রসঙ্গত, সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সংবাদ সংগ্রহকালে চারজন সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। আহতরা হলেন সমকাল এর জবি প্রতিনিধি লতিফুল ইসলাম, দৈনিক সংবাদ এর রাকিব ইসলাম, দৈনিক আমাদের নতুন সময় এর জয়নুল হক, বিডি২৪রিপোর্ট এর সানাউল্লাহ ফাহাদ।
এদের মধ্যে লতিফুল ইসলাম ও রাকিব ইসলামকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর