বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৩

জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবি... আশরাফ আলী হাওলাদার

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২২  

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার। এসময় দেশবাসী ও নেতাকমীর্দের শুভেচ্ছা জানিয়ে আশরাফ আলী হাওলাদার বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

 

আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দুনীর্তিমুক্ত দেশ গড়তে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। বাজার সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে। বাজার মনিটরিং সেল আরো জোরদার করতে হবে। টিসিবির পণ্য প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে খেটে খাওয়া মানুষের মাঝে বিতরণ করতে হবে। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করে এলাকা ভিত্তিক বাড়ি ভাড়া রেট কার্যকর করার দাবি জানাচ্ছি।”

 

সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মজুমদার, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ তোজামেল হক তাজেম, হাফিজুর রহমান, রাজীব হোসেন প্রিন্স, অলিউল্লাহ চৌধুরী, আমিনুল হক, মিজানুর রহমান, সুভাষ চন্দ্র দাস, শাহজাহান সার্ভে আমীন সহ বিভিন্ন দল ও জোটের নেতৃবৃন্দ।
 

এই বিভাগের আরো খবর