শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৭

চৌদ্দগ্রামে ৩ মাসে ১৭ লাখ টাকার মাদক উদ্ধার, গ্রেফতার ৩৩৬

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯  

কুমিল্লার চৌদ্দগ্রামে গত তিন মাসে সতের লাখ টাকা মূল্যের মাদক উদ্ধার ও শীর্ষ ৯৪ জন মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৩৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে বিভিন্ন মামলায় পলাতক আসামী ২৪৯ জন। মাদক উদ্ধারের ঘটনায় ৬১টি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের পরিমাণ; ২৬৯৮ পিছ ইয়াবা ট্যাবলেট, ৬৪৭ বোতল ফেনসিডিল ও ৬৬ কেজি গাঁজা। 
চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্ন এলাকায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ ও পরিদর্শক তদন্ত শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে পুলিশের পৃথক টিম গত তিন মাস বিশেষ অভিযান চালায়। অভিযানকালে মার্চ মাসে ৫৮০ পিছ ইয়াবা ট্যাবলেট, ১০৫ বোতল ফেনসিডিল, ১৩ কেজি গাঁজা উদ্ধার ও ২৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ফেব্রুয়ারি মাসে ১৪৪০ পিছ ইয়াবা ট্যাবলেট, ৪৯১ বোতল ফেনসিডিল, ২৯ কেজি গাঁজা উদ্ধার ও ৫০ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জানুয়ারী মাসে ৬৭৮ পিছ ইয়াবা ট্যাবলেট, ২৪ কেজি গাঁজা উদ্ধার ও ১৮ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিন মাসে মাদক উদ্ধারের ঘটনায় ৬১টি মামলা করা হয়। এরমধ্যে মার্চ মাসে ২০টি, ফেব্রুয়ারি মাসে ২৭টি ও জানুয়ারি মাসে ১৪ টি মামলায় মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের আসামী করা হয়। 
এছাড়া মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের আলোচিত কলেজ ছাত্র আরিফ হোসেন হত্যা, শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের শিশু তাওহীদা ইসলাম ইলমাকে ধর্ষণের পর হত্যাসহ তিনটি হত্যা মামলার রহস্য উদঘাটন ও জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়। অন্য অভিযানে একটি পিস্তলসহ তিনজনকে আটক করা হয়। 
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে ও এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে জনপ্রতিনিধি, সাংবাদিক ও জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি’। 
 

এই বিভাগের আরো খবর