বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩০

চৌদ্দগ্রাম মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫ আহত ২০জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯  

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ২০জন।চৌদ্দগ্রাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল ইসলাম জানান, খুলনার খালিশপুর থেকে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম মাউজভাণ্ডার দরবারে যাচ্ছিল।

বাসটি চৌদ্দগ্রামের গাঙ্গরা বেতিয়ারা এলাকায় পৌঁছলে বেপরোয়া গতিতে ওভারটেক করার সময় লোহার অ্যাঙ্গেল বহনকারী একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এবং ঘটনাস্থলেই বাসের পাঁচ যাত্রী নিহত হন এবং আহত হন কমপক্ষে ২০ জন।

আহতদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাঙরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ।নিহতদের মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। নিহতরা হলেন- আসলাম মোল্লা (৬০), হাসি মিয়া (৫০), আবদুস সালাম (৫০), আনোয়ার হোসেন (৫০) ও চায়না হিজরা (৪৮)। নিহতরা সবাই খুলনার খালিসপুরের দীঘলিয়া এলাকার বাসিন্দা।

আহতদের মধ্যে কয়েকজনকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। এদিকে হাইওয়ে থানার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় পরিদর্শক মনজুর আলমের বরাত দিয়ে বলা হয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো একজন মারা যান। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। লাশগুলোও সেখানে আছে। নিহতদের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানানো হয় থানার পক্ষ থেকে।

এই বিভাগের আরো খবর