শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৩

চার মাস পর ঢাকা থেকে দুবাই গেল বিমান

প্রকাশিত: ১৩ জুলাই ২০২০  

করোনাভাইরাস পরিস্থিতির কারণে দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর আবারও মধ্যপ্রাচ্যে ঢাকা-দুবাই-ঢাকা বাণিজ্যিক ফ্লাইট চালু করল বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আজ সোমবার (১৩ জুলাই) বিকেল চারটা ৩৫ মিনিটে ১৮৬ জন যাত্রী নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উদ্দেশে রওনা দেয় বিমানের ফ্লাইটটি।
বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার সাংবাদিকদের বলেন, সব যাত্রীকে ফ্লাইটে ওঠার আগে করোনাভাইরাস নেগেটিভ সনদ সঙ্গে নিতে হয়েছে।  আগামীকাল মঙ্গলবার (১৪ জুলাই) একইভাবে আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও বিমানের বাণিজ্যিক ফ্লাইট চালু হবে।
ঢাকা-দুবাই-ঢাকা রুটে ১৩ জুলাই থেকে সপ্তাহের সোম, বৃহস্পতি ও শনিবার এবং ঢাকা-আবুধাবি-ঢাকা রুটে ১৪ জুলাই থেকে সপ্তাহের মঙ্গল, বুধ ও শুক্রবার নিয়মিত ভাবে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে বিমান।
এর আগে ঢাকা-দুবাই রুটে ৬ জুলাই থেকে এবং ঢাকা-আবুধাবি রুটে ৭ জুলাই ফ্লাইট চালুর ঘোষণা দিলেও পরে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।

এই বিভাগের আরো খবর