শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১   ১৭ শাওয়াল ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪৯

চট্টগ্রামে কাদায় আটকা পড়েছে বন্যহাতি

তরুণ কণ্ঠ ডেস্কঃ

প্রকাশিত: ৯ নভেম্বর ২০১৯  

 

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কাদায় আটকা পড়েছে একটি বন্য হাতি। গতকাল শুক্রবার উপজেলার চুনতি ইউনিয়নের নারিশ্চা এলাকায় আটকা পড়ে হাতিটি।

গতকাল সকালে ছিদ্দিক নামের স্থানীয় এক ব্যক্তি হাতিটিকে দেখতে পেয়ে চরম্বা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল মান্নান সিকদারকে খবর দেন। এরপর আবদুল মান্নান বিষয়টি বনবিভাগের ডলু বিট অফিসার মো. মোবারক হোসেনকে জানান।

আবদুল মান্নান বলেন, ‘খবর পেয়ে বিষয়টি আমি ডলু বিট অফিসার মোবারক হোসনকে অবহিত করি। তিনি তাৎক্ষণিক ফোর্স পাঠাবেন বলে আমাকে জানিয়েছেন।’

স্থানীয়রা জানান, জায়গাটি হাতির বিচরণ এলাকা। ধারণা করা হচ্ছে, গতকাল ভোররাতে হাতিটি পাল থেকে আলাদা হয়ে কাদায় আটকা পড়েছে। হাতিটি দীর্ঘ সময় আটকে থাকলেও এখন পযর্ন্ত উদ্ধারের জন্য কেউ এগিয়ে আসেনি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বনবিভাগের ডলু বিট কর্মকর্তা মোবারক হোসেন বলেন, ‘খবর পেয়ে আমি লোকজন নিয়ে হাতিটিকে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। শনিবার আবারও চেষ্টা করব।

এই বিভাগের আরো খবর