বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৭

ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকার আকাশ মেঘলা

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩ নভেম্বর ২০১৯  

আজ রোববার ভোর থেকে ঢাকার আকাশ ছিল ধোঁয়াচ্ছন্ন। প্রথমে কুয়াশার কারণে এমনটি হয়েছে ধারণা করা হলেও আবহাওয়াবিদরা বলছেন, এমনটি ঘূর্ণিঝড়ের প্রভাবে হচ্ছে। একই সঙ্গে আজ রোদের তেজও নেই।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ শুষ্ক থাকবে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আরব সাগরে সৃষ্ট মহা ঘূর্ণিঝড়ের প্রভাবে এ অবস্থার তৈরি হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘আরব সাগরে একটি মহা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। সেই ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট মেঘের বাইরের একটি অংশ বাংলাদেশে এসেছে। সেই কারণে এই ঘুমোট আবহাওয়ার সৃষ্টি হয়েছে।’

জানা যায়, এ অবস্থা সহসাই কাটছে না। গতকাল শনিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

ওমর ফারুক বলেন, ‘আজ রোববার রাতে বা আগামীকাল সোমবার সকালে লঘুচাপটি তৈরি হতে পারে। আরব সাগরের প্রভাব কাটতে না কাটতেই আবার আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়ে তা নিম্নচাপে রূপ নিতে পারে। তখন লঘুচাপটির মেঘ আবার চলে আসতে পারে। তাই এই অবস্থা কয়েক দিন বিরাজ করতে পারে।’

কিছুটা বিরতি দিয়ে আরব সাগরের এ ঘুর্ণিঝরের প্রভাব আন্দামান সাগরের পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে এতে শীত বাড়বে না। মেঘের আবহ থাকলে শীতের অনুভূতি কমে যায় বলে জানান আবহাওয়াবিদ ওমর ফারুক।

এই বিভাগের আরো খবর